বেঙ্গালুরু: এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে নেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি, তারপর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচে খেলেননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) বিসিসিআইয়ের (BCCI) চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। এর মধ্যেই এল সুখবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক বিসিসিআই সূত্র জানিয়েছেন, ইতিমধ্যেই নেট সেশন করেছেন হার্দিক। অর্থাৎ তিনি সুস্থ হওয়ার পথে।
ওই সূত্র বলেন, “এনসিএ-তে ইতিমধ্যেই গোটাদুয়েক নেট সেশন করেছেন হার্দিক পান্ডিয়া। তিনি বিসিসিআই মেডিক্যাল টিমের সর্বক্ষণ নজরদারিতে আছেন এবং তাঁকে ভালোই দেখাচ্ছে।” হার্দিক ঠিক কবে দলের সঙ্গে যোগ দেবেন বা খেলার উপযুক্ত হবেন তা এখনও জানা যায়নি। ভারতীয় বোর্ড তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বলেই খবর। বরং সেমিফাইনাল এবং ফাইনালের জন্য প্রস্তুত করা লক্ষ্য নিয়েছে।
টিম ইন্ডিয়ার ভারসাম্যের চাবিকাঠি হার্দিক। তিনি দলে থাকলে আট নম্বরে শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) খেলানো যায়, যার ফলে ব্যাটিং গভীরতা বাড়ে। আগের দুই দিন তাঁর অভাবে শার্দূলকে বসিয়ে মহম্মদ শামিকে (Mohammad Shami) খেলানো হয়েছে। হার্দিকের জায়গায় ছ’ নম্বরে ব্যাট করেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)।
এটা ঠিক, এই ভারতীয় দলের মান এতটাই ভালো যে হার্দিকের অভাব টের পাওয়া যায়নি। হার্দিক চোট না পেলে হয়তো শামির খেলাই হত না। আমরা তাঁর এই আগুনে বোলিং দেখতেই পেতাম না। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম সুযোগেই পাঁচ উইকেট নিয়েছিলেন। রবিবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নিলেন চারটে। শুধু উইকেট পাওয়াই নয়, ইংলিশ ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়লেন। একই সঙ্গে টপকে গেলেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ডকে (Allan Donald)।