ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে গিয়েছে প্রায় ৪৮ ঘন্টা হতে চলল| কিন্তু সেই ম্যাচের রেষ যেন এখনও কাটছে না| চলছে উত্তপ্ত বাক্যালাপ| আর এবার তো সরাসরি বাকযুদ্ধে হরভজন সিং ও মহম্মদ আমির| সোশ্যাল মিডিয়া উত্তাল|
পাকিস্তান হারের পর থেকেই প্রাক্তন পাক ক্রিকেটারদের ট্রোল শুরু হয়েছে| কিন্তু ছাড়ার পাত্র যে ভারতীয় প্রাক্তন তারকারাও নন, সেটা বুঝিয়ে দিচ্ছেন হরভজন, ভেঙ্কটেশ প্রসাদরাও|আমির বনাম ভজ্জির লড়াই এখন তুঙ্গে|
পাকিস্তানের কাছে হারের পর থেকেই কোনও না কোনওভাবে ভারতীয় ক্রিকেটারদের খোঁচা দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটাররা| আর বেশিরভাগেরই নিশানায় হরভজন সিং| পাকিস্তান ম্যাচ শেষের পরই হরভজন সিংকে টিভি ভাঙা নিয়ে কটাক্ষ করেন আমির| এখানেই তিনি থেমে থাকেননি| পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে হরভজনকে ৪ বলে ৪ টে ছয় মারার ঘটনার কথা বলে উষ্কাতে থাকেন তিনি|
এরপর আর চুপ থাকতে পারেন ভাজ্জি| সরাসরি আমিরকে খোঁচা লর্ডসের সেই টেস্ট নিয়ে| ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন তাঁর নো বল| এবং পরেই ম্যাচ ফিক্সিং কান্ডে জড়ানো| খোঁচা দিয়ে হরভজন বলেন লর্ডসের টেস্টে এমন না বল| কত পেয়েছিলে, কে কত দিয়েছিল|
Lords mai no ball kaise ho gya tha ?? Kitna liya kisne diya ? Test cricket hai no ball kaise ho sakta hai ? Shame on u and ur other supporters for disgracing this beautiful game https://t.co/nbv6SWMvQl
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
আর এই নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া| একইসঙ্গে আমিরকেই ছয় মারার ভিডিও দিয়ে জবাবও দিয়েছেন হরভজন সিং| ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেলেও, এই তারকাদের লড়াই যে এত সহজে থামবে না তা বেশ স্পষ্ট|
Ab Tum bi bologe @iamamirofficial yeh 6 ki landing tumhare ghar k tv par to nahi hui thi ?? Koi nahi hota hai end of the day it’s a game of cricket as u rightly said 🤣 https://t.co/XqSnWhg9t3 pic.twitter.com/4IuWpPOpF1
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021