আইসিসি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়ে দিয়েছে: হ্যাপি বার্থডে টু ইউ। সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটার ট্রেন্ডিং হয়েই রয়েছে। ২৫ বছরের জন্মদিন। দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা এসেই চলেছে। আর পোস্ট হচ্ছে নানান মিষ্টি মুখের ছবি। মিষ্টি হাসির ছবি। জন্মদিন ভারতীয় ক্রিকেটের গ্ল্যামার গার্ল ‘স্মৃতি মান্ধনা’র।
ভারতীয় এই ওপেনার ইতিমধ্যে বিশ্ব মহিলা ক্রিকেটে সামনের সারিতে চলে এসেছেন। নানান পরিসংখ্যান আজ কথা বলে স্মৃতির হয়ে।
দেখে নেওয়া যাক,তারই কিছু।
* ২০১৩ সালে ১৭ বছরের স্মৃতি মান্ধনা মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে গুজরাটের বিপক্ষে ডবল সেঞ্চুরি করেছিলেন। পশ্চিমাঞ্চল আন্ডার নাইন্টিন ওয়ান ডে টুর্নামেন্ট ছিল। ১৫০ বলে ২২৪ রান করেছিলেন ওপেন করতে নেমে।
* ২০১৮ সালের জুনে ইংল্যান্ডে কিয়া সুপার লিগে প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে চুক্তিবদ্ধ হন।
* মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের দৌড়ে তৃতীয় সেরা ভারতীয় ।
* মেয়েদের টি টোয়েন্টি আইসিসির বিশ্ব ব্যাটিংয়ে স্মৃতি এখন ৪ নম্বরে।
* আইসিসি সেরা ওয়ান ডে উইমেন’স বর্ষসেরা ক্রিকেটার হন (২০১৮)
* ২০১৮ সালের ডিসেম্বরে বিশ্বের বর্ষসেরা ক্রিকেটার হয়ে পান রাচেল হায়েও – ফ্লিন্ট পুরস্কার।
* ওয়ান ডে ক্রিকেটে পয়লা নম্বরও হয়েছেন
* চার দেশে – দক্ষিণ আফ্রিকা (১৩৫ রান) , ইংল্যান্ড ( অপরাজিত ১০৬ রান) , নিউজিল্যান্ড (১০৫ রান) ও অস্ট্রেলিয়াতে (১০২ রান) সেঞ্চুরি করেছেন
* অর্জুন পুরষ্কার পেয়েছেন
* টি টোয়েন্টি পারফরম্যান্স: ম্যাচ -৮১, ইনিংস- ৭৯, মোট রান – ১৯০১, সর্বোচ্চ – ৮৬, গড় – ২৬.০৪, স্ট্রাইক রেট – ১২১.২১, অর্ধশত রান – ১৩, বাউন্ডারি – ২৪৮, ওভার বাউন্ডারি – ৩৫
* কিয়া সুপার লিগের পারফরম্যান্স: ম্যাচ -১০, ইনিংস- ৯, মোট রান – ৪২১, সর্বোচ্চ রান – ১০২, গড় – ৬০.১৪, স্ট্রাইক রেট – ১৭৪.৬৮, শতরান-১, অর্ধ শতরান – ২, বাউন্ডারি – ৪৫, ওভার বাউন্ডারি – ২১
* বিশ্ব টি-টোয়েন্টিতে —
২০১৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক,
২০২০ সালে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক,
মোট রান – ২২১, অর্ধশত রান -২, সবচেয়ে
বেশি ওভার বাউন্ডারি – ৭,
* প্রথম ভারতীয় ক্রিকেটার ( পুরুষ আর মহিলা মিলিয়ে) যিনি দেশের হয়ে টানা ৫০টি ম্যাচ খেলেছেন।
* বিশ্বের প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি সবচেয়ে কম সময়ে ওয়ান ডে ক্রিকেটে ২০০০ রান করেছেন। অন্যরা হলেন, বেলিন্ডা ক্লার্ক (৪১ ইনিংস), মেগ লান্নিং ( ৪৫ ইনিংস)। স্মৃতি (৫১ ইনিংস)।
* প্রথম ক্রিকেটার যিনি ওয়ান ডে তে টানা ১০ টি ম্যাচে অর্ধশত রান করেন।
* ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন ৬ টি সিরিজে।
* টেস্ট ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপে আছে তার নাম লেখা। বিশ্বে ৪ নম্বর স্থানে।
* রান তাড়া করে ম্যাচ জেতাতে তিনি সিদ্ধহস্ত। তাই তাকে ডাকা হয় – চেস কুইন।
* ২০১৬ সাল থেকে কখনও স্মৃতির ওয়ান ডে ম্যাচের স্ট্রাইক রেট ৮০’ র নীচে যায়নি। ২০১৬ – ৮৫.৫৬, ২০১৭ – ৯৪.৩০, ২০১৮ – ৯১.০২, ২০১৯ – ৯৪.৬৩, ২০২০-খেলা হয়নি, ২০২১- ৮৪.৭৫
* কিয়া সুপার লিগে ১৮ বলে ৫০ রান করেন লাবরাফের বিপক্ষে । যুগ্ম ভাবে এটাই টি টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত দ্রুততম অর্ধ শতরান।
তার গ্ল্যামার বিশ্ব ক্রিকেটে তাকে আরও আকর্ষণীয় করে রেখেছে।
ছবি: সৌ – টুইটার।