১৯৭১ সালের পর ২০২১| ওভালে টেস্ট জয়ের শাপমোচন হয়ছে বিরাট কোহলিদর হাতে| ৭১ সাল ওভালের বাইশ গজ প্রথমবার ইংল্যান্ডকে হারানোর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ| ৫০ বছর পর বাড়িতে বসেই আবারও সই দৃশ্য দেখলেন তিনি| আবেগতাড়িত ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার| বিরাটদের জয়ের প্রশংসার সঙ্গে ফিরে গেলেন সেই অতীতে|
তিনি জানান, ‘এ এক অসাধারণ জয়| ১৯৭১ সালে ওভাল টেস্ট জিতেই আমরা সিরিজ জিতেছিলাম| সেই স্মৃতি আজও টাটকা| তার আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম আমরা| প্রথমবার বিদেশের মাটিতে ভারত এই সাফল্য পেয়েছিল| ৫০ বছর পর ফের ওভাল টেস্ট জয় দেখে আমি আপ্লুত’|
প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত| সেখান থেকে দ্বিতীয় ইনিংসে কামব্যাক| কিংবদন্তী বিশ্বনাথের চোখে ভারতের জয়ের কান্ডারী রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাই|
তিনি বলেন, ‘টস জিতে ভারতকে ব্যাটিং দিয়ে ১৯০ রানে শেষ করে দেয় ইংল্যান্ড| দ্বিতীয় ইনিংসে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রোহিত শর্মা| ওভালে তাঁর এই শতরানটাই স্পেশ্যাল| সেইসঙ্গে জসপ্রীত বুমরার বোলিং| ইংল্যান্ডের হাত থেকে ম্যাচটা বের করে দেয়| ৫০ বছর পর ওভালের জয়টা ভারতের ম্যাঞ্চেস্টার জয়ের আত্বিশ্বাস বাড়াবে| এখন ৩-১ দেখতে চাই’|
১৯৭১ সালের ওভাল টেস্ট জয়ী দলের মধ্যে মাত্র চার জনই এখন জীবিত| তাদের গড়া সেই ইতিহাস ২০২১ সালে ছুলেন বিরাট কোহলিরা| এখন শুধুই ভারতর সিরিজ জয় দেখার অপেক্ষায় গুন্ডাপ্পা বিশ্বনাথ|