ওয়েব ডেস্ক: গুকেশ, প্রজ্ঞানন্দের হাত ধরে দাবার (Chess) সাদাকালো বোর্ডে ফিরছে ভারতের স্বর্ণযুগ। বিশ্বনাথন আনন্দের গৌরব আবার ফিরছে ভারতের মাটিতে। আর এবার দাবার ঘুঁটিতে কিস্তিমাত করলেন ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশ (Gukesh D)। তুখোড় দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারানোর পর নতুন শিরোপা জিতলেন তিনি। দাবার দরবারে ফের বিশ্বসেরা ভারত। গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হনে ১৯ বছর বয়সী গুকেশ।
ক্রোয়েশিয়ার জাগ্রেব শহরে আয়োজিত এই দাবা টুর্নামেন্টে সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট পেয়েছেন ডি গুকেশ। আর তাতেই তাঁকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টে আরও একবার নরওয়ের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন তিনি। কটাক্ষের জবাব দিয়েছেন দাবার বোর্ডে। আর এবার সেরার খেতাব জয় করলেন গুকেশ। তাঁর মুকুটে জুড়ে গেল আরও একটি পালক।
আরও পড়ুন: অশান্ত পরিস্থিতি, বাতিল হতে পারে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ!
যদিও গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫ টুর্নামেন্টে গুকেশের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম রাউন্ডে তিনি পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে হেরে যান। তবে শুরুতে হারের পর যেন আরও বেশি একাগ্র দেখায় তাঁকে। পরপর দু’টি ম্যাচ জিতে নেন ১৯ বছর বয়সী এই ভারতীয় দাবাড়ু। পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন কার্লসেন। সেই ম্যাচেও জয়লাভ করেন গুকেশ। টানা জয়ের হ্যাটট্রিকের পরেই খেতাব জয় করেন গুকেশ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের শুরুতে গুকেশকে ‘টুর্নামেন্টের অন্যতম দুর্বল প্লেয়ার’ বলে কটাক্ষ করেছিলেন কার্লসেন। কিন্তু ভারতীয় দাবাড়ুর কাছে ফের হেরে সুর বদলান কার্লসেন। তিনি বলেন, “আর গুকেশ নিজের সব সুযোগ কাজে লাগিয়েছে। সত্যি বলতে ও এখন বেশ ভালো খেলছে।”
দেখুন আরও খবর: