স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে পর্যন্ত শুভমান গিলের (Shubman Gill) টেস্ট ক্রিকেটে (Test Cricket) রানের গড় ছিল ৩৫ মতো। বয়সে যথেষ্ট তরুণ গিলকে লাল বলের অধিনায়ক করে দেওয়া হয়। আশঙ্কা ছিল, নেতৃত্বের ভার তাঁর ব্যাটিংয়ে ক্ষতিকর প্রভাব ফেলবে কি না। হয়েছে ঠিক উল্টোটা।
হেডিংলি টেস্টে (Headingley Test) প্রথম ইনিংসে ঝকঝকে শতরান করেছিলেন। এজবাস্টন টেস্টের (Edgbaston Test) প্রথম ইনিংসেও অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন গিল। খাঁটি অধিনায়কোচিত ইনিংস। প্রথম দিনের শেষে ২১৬ বলে ১১৪ রান করে অপরাজিত থাকলেন তিনি। ভারত দিনটা শেষ করল পাঁচ উইকেট হারিয়ে ৩১০ রানে।
আরও পড়ুন: প্রথম সেশনে ভারত ৯৮/২, দুরন্ত ছন্দে জয়সওয়াল
Stumps on the opening day of the 2nd Test 🏟️#TeamIndia finish Day 1 with 310/5 on board 👌👌
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/hzMC3Befky
— BCCI (@BCCI) July 2, 2025
সেঞ্চুরি করার কথা ছিল যশস্বী জয়সওয়ালেরও (Yashasvi Jaiswal)। কিন্তু ৮৭ রানের মাথায় বেন স্টোকসের (Ben Stokes) বলে ফিরে গেলেন। তিন নম্বরে নেমে করুণ নায়ার এদিন ভালো শুরু করেছিলেন। বেশ কিছু সুন্দর ড্রাইভ মারলেন। ৫০ বলে ৩১ করে আউট হয়ে গেলেন ব্রাইডন কার্সের বাউন্সার সামলাতে না পেরে। নায়ার আউট না হলে প্রথম সেশন ভারতেরই হত।
হেডিংলিতে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ঋষভ পন্থ এদিন বড় রান করতে পারলেন না। ৪২ বলে ২৫ করে শোয়েব বসিরকে মারতে গিয়ে ক্যাচ আউট হলেন। শার্দূল ঠাকুরের জায়গায় সুযোগ পাওয়া নীতীশ কুমার রেড্ডি মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। অধিনায়ক গিলের সঙ্গে দ্বিতীয় দিনের শুরু করবেন রবীন্দ্র জাদেজা, যিনি ৬৭ বলে ৪১ করে অপরাজিত আছেন।
দেখুন অন্য খবর: