মুম্বই: পুনে টেস্টে (Pune Test) স্পিন অস্ত্রে নিউজিল্যান্ডকে (New Zealand) কাবু করতে চেয়েছিল ভারত। কিন্তু সেই কৌশল বুমেরাং হয়েছে। কিউয়ি স্পিনারদের বা বলা ভালো মিচেল স্যান্টনারের (Mitchell Santner) ঘূর্ণিতে দুই ইনিংসে ভরাডুবি হয়েছে ভারতীয় ব্যাটারদের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পেস বোলারদের দাপটে ৪৬ রানে অল আউট হয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তা সত্ত্বেও সিরিজ হারের দায় পুরোপুরি ব্যাটারদের ঘাড়ে চাপাতে রাজি নন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
গম্ভীর বলেন, “প্রত্যেকের দায় রয়েছে। আমি বলতে পারব না যে শুধুমাত্র ব্যাটাররাই ডুবিয়েছে।” হেড কোচ আরও জানান, নিঃসন্দেহে এই হার আঘাত দিয়েছে, তা অস্বীকার করা যায় না। তবে তা দলকে আরও ভালো করে তুলবে। যদি কানপুরের মতো ফলাফল হয় তাহলে এরকমও হতে পারে। আমরা এগিয়ে চলব।
আরও পড়ুন: টেন হাগ বিদায় নিতেই বড় জয় পেল ম্যান ইউ!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) এখনও শীর্ষস্থানেই আছে ভারত। তবে পরপর দুই টেস্টে হেরে পয়েন্টের শতাংশ অনেকটা কমে গিয়েছে। ফাইনালে উঠতে এখন বাকি ছ’টি টেস্টের মধ্যে চারটি জিততেই হবে। এর মধ্যে পাঁচটি টেস্ট আবার অস্ট্রেলিয়ার মাটিতে। কাজেই শুক্রবার থেকে শুরু তৃতীয় টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। যতদূর মনে হচ্ছে, মুম্বইতে দল নির্বাচনে কোনও চমক দিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভরসা করা হবে অভিজ্ঞতার উপর, সেক্ষেত্রে দলে ফিরতে পারেন কে এল রাহুল।
দেখুন অন্য খবর:
The post সিরিজ হারের দায় শুধু ব্যাটারদের নয়: গম্ভীর first appeared on KolkataTV.
The post সিরিজ হারের দায় শুধু ব্যাটারদের নয়: গম্ভীর appeared first on KolkataTV.