ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে কষ্ট করে জয় পেল তারকাখচিত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অলিম্পিক লিওঁয়ের বিপক্ষে রবিবার গভীর রাতের ম্যাচের ইনজুরি টাইমে পাওয়া গোলে দল জিতল। ২-১ গোলের জয় পেয়েছে তারকাবহুল এই ফরাসি দলটি। সেই ম্যাচের ৭৬ মিনিটে মেসিকে তুলে কোচ। আশ্রাফ হাকিমিকে মাঠে নামান। কিন্তু ছন্দে থাকা মেসির যে বিষয়টি পছন্দ হয়নি, তা তাঁর মাঠের হাবভাবই বুঝিয়ে দিয়েছে।
এই ম্যাচেই পিএসজি’র হোম ম্যাচে অভিষেক হয় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির। ম্যাচে সারাক্ষণ নজরকাড়া ফুটবল খেলছিলেনও মেসি। নেইমারের একটি পাস ধরে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন তিনি। তবে তাঁর নেওয়া শটটি গোলরক্ষকের গায়ে লেগে কর্নার হয়ে যায়।
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের ম্যাচের মতো এই ম্যাচেও মেসির একটি ফ্রি-কিক ফিরে আসে গোল পোস্টে লেগে। তবে দারুণ খেলতে থাকা মেসিকে ম্যাচের ৭৬ মিনিটে তুলে নেন কোচ মাওরিসিও পচেত্তিনো। এতে বেশ ক্ষুব্ধ হন মেসি। মাঠ থেকে বেড়িয়ে আসার সময় হাত মেলানোর জন্য কোচ হাত বাড়িয়ে দিলে, বেশ বিরক্তিতে হাত মেলাতে দেখা যায় মেসিকে। মনে হচ্ছিল, মেসির হাত ছোঁয়নি কোচের হাত। এ সময় ক্ষুব্ধ মেসি যেন কোচকে কিছু একটা বলেছেনও বলে মনে হয়।
ম্যাচটি ড্রয়ের দিকে গড়াতে থাকা আবস্থায়-জয় এনে দেন মেসির দেশের মাওরো ইকার্দি। অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের ক্রসে হেডে গোল করেন ইকার্দি। তাঁর এই গোলটিই জয় এনে দেয় পিএসজিকে। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল-পিএসজি।
ম্যাচের ৭৬ মিনিটে মেসিকে তুলে নেওয়ায় পিএসজি কোচের সমালোচনা করেছেন অনেকেই। ম্যাচ শেষে মেসিকে তুলে নেওয়া কারণ কি জানিয়েছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো।
?? Mauricio Pochettino and Neymar react after #PSGOL https://t.co/dHNoSx7KUv pic.twitter.com/XygGnGpmtw
— Paris Saint-Germain (@PSG_English) September 20, 2021
মেসির দেশেরই এই কোচ বলেছেন,‘এবার আমাদের ৩৫ জনের স্কোয়াডে দুর্দান্ত সব ফুটবলার আছে। এর মধ্যে মাত্র ১১ জন একসঙ্গে খেলতে পারে। এর বেশি খেলানো তো সম্ভব নয়। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দল ও প্রতিটি খেলোয়াড়ের ভালোর জন্যই। মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্তটা আমরা নিয়েছি যাতে ভবিষ্যতে সম্ভাব্য চোটের ঝুঁকি কমে।’
মেসি অসন্তুষ্ট নয় বরং তিনি ভালো আছেন দাবি করে পচেত্তিনো বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে (মেসি) কেমন অনুভব করছে? সে উত্তরে বলেছিল, ঠিকঠাক আছে। এটাই ছিল আমাদের কথোপকথন।’
ছবি:সৌ-টুইটার