গ্রুপ শীর্ষে ফ্রান্স, অঙ্কের বিচারে শেষ ষোলায় পর্তুগালও।
টানটান উত্তেজনার ম্যাচ| পর্তুগালের সঙ্গে ২-২ ড্র ফ্রান্সের| শেষ ষোলায় আগেই পৌঁছে গিয়েছিল ফ্রান্স| কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে গেলে জিততেই হত পর্তুগালকে| ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় এল না| সারা ম্যাচে ৪ গোলের তিনটেই পেনাল্টি থেকে| ম্যাচের ২৯ মিনিটে হুগো লঁরার সঙ্গে ধাক্কায় বক্সে পড়ে যান দানিলো| পর্তুগালের পেনাল্টির আবেদন ব্যর্থ যায়নি| সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো| তার ৫ মিনিটের মধ্যেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ফ্রান্স| সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামা|
বিরতির পর শুরুতেই বেঞ্জামার দ্বিতীয় গোল| স্বস্তি এনে দেয় ফ্রান্স শিবিরে| কিন্তু দেশঁর সেই স্বস্তির মেয়াদ ছিল ৩০ মিনিট| ৬০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় পর্তুগাল| বল জালে জড়াতে এবারও কোনও ভুল করেননি রোনাল্ডো| এরপর আক্রমণ-প্রতিআক্রমণের খেলায় কোনও দলই গোলের সংখ্যা বাড়াতে পারেনি| বরং বলা যায় খেলার বয়স যত বেড়েছে, কার্ড দেখার সংখ্যা বেড়েছে| গ্রুপ অব ডেথ থেকে শীর্ষে থেকে ফ্রান্স পৌঁছে গিয়েছে শেষ ষোলায়| ড্র করে গোল পার্থক্যে পর্তুগালও পৌঁছে গেল প্রি কোয়ার্টার ফাইনালে| জার্মানিও সেখানে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে|