ফিফা শাস্তি দিল হাঙ্গেরি ফুটবল ফেডারেশনকে। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলেছিল জাতীয় দল। সেই ম্যাচে মাঠে হাজির হাঙ্গেরি সমর্থকরা বর্ণ বিদ্বেষী আচরণ আর মন্তব্য করেছিল ইংল্যান্ড ফুটবলারদের লক্ষ্য করে। গোটা বিশ্ব এক সঙ্গে তার প্রতিবাদ করেছিল। ইংল্যান্ড দলের থেকে সরকারিভাবে প্রতিবাদ জানানো হয়েছিল ফিফার কাছে।শাস্তি স্বরূপ এর পরের দুটি হোম ম্যাচ থেকে মাঠে সমর্থকদের প্রবেশ নিষেধ করা হল। দ্বিতীয় ম্যাচটি তারা দু’বছরের আগে পাবে না। আর আর্থিক জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন: EnglandvsHungary: কড়া শাস্তি চান অধিনায়ক হ্যারি কেন
এই নিন্দনীয় ঘটনার জন্য ফিফা একটি বিশেষ কমিটি বানিয়ে তদন্ত করে। ফিফা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে,’সেদিনের মাঠের ঘটনা পর্যালোচনা করে, ঘটনার গুরুত্ব বিচার করে সেই কমিটি এই সিধ্যান্ত নিয়েছে।কী কী হয়েছিল? বর্ণ বিদ্বেষীমূলক শব্দ ব্যবহার করা,মাঠে ফুটবলারদের তাক করে নানান জিনিষ ছোঁড়া, জ্বলন্ত আতশবাজি ছোঁড়া, ফুটবলারদের যাওয়ার পথ আগলে রাখা-সব ঘটে।
বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ কভার করা আইটিভি (ITV) গাব্রিয়েল ক্লার্ক ওই ম্যাচ সম্পর্কে তদন্ত কমিটিকে অনেক কিছু জানান। বলেন, সেদিন মাঠে (পুসকাস অ্যারেনা, বুদাপেস্ট) ইংল্যান্ডের রহিম স্টার্লিং আর পরিবর্ত হয়ে মাঠে নামার প্রস্তুতি চলাকালীন জুদে বেলিংহামকে উদ্দেশ্য করে’হনুমানের শব্দ’শোনানো হয়। যা বর্ণ-বিদ্বেষ মূলক শব্দের মধ্যে অন্যতম। এই মাসেই হাঙ্গেরির মাঠে ইংল্যান্ড ৪-০ গোলে ম্যাচটি জিতেছিল।
হাঁটু ভাঁজ করে বসে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
শুধু তাই নয়, ম্যাচের শুরুতে ফিফার গাইড লাইন মানা হয়। ব্রিটিশ ফুটবলাররা মাঠে এক হাঁটু ভাঁজ করে বসে এই বর্ণ বিদ্বেষ নিয়ে প্রতিবাদী ভঙ্গিমা পালন করে। তখনও গ্যালারি থেকে ভর্ৎসনার আওয়াজ শোনা গিয়েছিল।
জানা গেছে হাঙ্গেরি ফুটবল ফেডারেশনকে ২.১৬ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটির কিছু বেশি অর্থ) আর্থিক জরিমানাও করা হয়েছে।
এর আগে, ইউরো ২০২০ তে এমন কিছু ঘটনা ঘটেছিল। ইউরোপিয়ান ফুটবল সংস্থা ইউইএফএ (UEFA)- উয়েফাও শাস্তি দিয়েছিল। হাঙ্গেরির পরের তিনটি ম্যাচ দর্শকশূন্য মাঠে করার নির্দেশ দিয়ে রেখেছে। কিন্তু ফিফার ম্যাচ বলে, ইংল্যান্ড ম্যাচটিতে তা মানা হয়নি।
ম্যাচ ফুটেজ থেকে দেখা গেছে, ইংল্যান্ড গোল করার পর সেলিব্রেশন করলেই কাপ কিংবা প্লাস্টিক বোতল ছোঁড়া হয়েছিল ফুটবলারদের তাক করে।
ফিফা শক্ত হাতে এসব ঘটনা সামলানোর প্রমাণ দিল, হাঙ্গেরিকে শাস্তি দিয়ে।
ছবি: সৌ- টুইটার