টি টোয়েন্টি বিশ্বকাপে ১৫জন ক্রিকেটার এবং ৮ জন অফিসিয়ালস রাখতে পারবে প্রতিটি দেশ| জানিয়ে দিল আইসিসি| কোভিডের জন্য বাড়তি ক্রিকেটার নিলে তার খরচ বহন করতে হবে সেই বোর্ডকেই|
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ| কোভিড পরিস্থিতিতে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য কোনওরকম ঝুঁকি রাখতে চাইছে না আইসিসি| সেই কাজই চলছে এখন জোরকদমে|
বিশ্বকাপের মঞ্চে ১৫জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করার নির্দেশ জারি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা| সেইসঙ্গে কোচ এবং সাপোর্ট স্টাফ সহ থাকতে পারবেন ৮জন| সব মিলিয়ে ২৩ জনের ছাড়পত্র দিয়েছে আইসিসি|
সেইসঙ্গে কঠিন বায়োবাবলের ব্যবস্থাও করছে তারা| করোনার জন্যই ভারতের মাটি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরে গিয়েছে ভারত থেকে| বোর্ডের তত্ত্বাবধানেই হবে সংযুক্ত আরব আমিরশাহী ও দুবাইয়ে| এই পরিস্থিতিতে তাই প্রতিটি দেশের ক্রিকেটার এবং অফিসিয়ালসদের সংখ্যাও বেঁধে দিতে চাইছে আইসিসি|
কিন্তু যে পরিমানে করোনার সংক্রমণ বিভিন্ন জায়গায় বাড়ছে এবং প্রতিটি প্রতিযোগিতাতে খেলোয়াড়দেরও সংক্রমণের খবর আসছে| টি টোয়েন্টি বিশ্বকাপ চলার মাঝেও যে এমনটা হবে না তা নিশ্চিত করে কারোর পক্ষেই বলা সম্ভব নয়|
সম্প্রতি ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজেই এমনটা দেখা গিয়েছিল| তাই সংখ্যা বেঁধে দিলেও, বাড়তি ক্রিকেটার আনার রাস্তা অবশ্য খুলে রাখছে আইসিসি| এই পরস্থিতির কথা বিচার করে বাড়তি ক্রিকেটার আনতেই পারবে দেশগুলি| তবে সেই খরচ তাদেরকেই বইতেই হবে| ১৫ জনের বেশি ক্রিকেটারের খরচ বহন করবে না আইসিসি|
হাতে সময় ক্রমশই কমে আসছে| সমস্ত দিক ঠিক রেখে বিশ্বকাপ আয়োজনই এখন পাখির চোখ আইসিসি কাছে|