কলকাতা: চোট-আঘাতের কারণে জাতীয় দল নাম তুলে নিয়েছিলেন আটজন খেলোয়াড়। উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) তা সত্ত্বেও গ্রিসের বিরুদ্ধে ৩-০ জিতল ইংল্যান্ড (England)। অস্থায়ী কোচ লি কার্সলি যাঁদের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন, তাঁরাই ম্যাচ জেতালেন। মাসখানেক আগে লন্ডনে ইংলিশদের হারিয়েছিল গ্রিস। এদিন এথেন্সে তাদের হারিয়ে বদলা নিল ইংল্যান্ড।
ম্যাচের শুরুতে, সাত মিনিটের মাথায় নোনি মাডুয়েকের পাস থেকে ১-০ করেন অলি ওয়াটকিন্স। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে গ্রিকরা, কয়েকটি সুযোগও তৈরি হয়। তবে এথেন্সের অলিম্পিক স্টেডিয়াম চুপ করে যায় ৭৭ মিনিটে। জুড বেলিংহ্যামের জোরালো শট পোস্টে লেগে ফিরছিল, কিন্তু গ্রিসের গোলকিপারের পায়ে লেগে গোলে ঢুকে যায়।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান থেকে টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে
First game. First goal. First win.@curtisjr_10 is your England Player of the Match connected by @EE! pic.twitter.com/1JgQJFfLHm
— England (@England) November 14, 2024
৮৩ মিনিটে তৃতীয় গোল কার্টিস জোনসের। লিভারপুল মিডফিল্ডারের এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হক। দিনটা স্মরণীয় করে রাখলেন অনবদ্য গোল করে। বক্সের ডান দিক থেকে নিচু ক্রস বাড়ান মর্গ্যান গিবস-হোয়াইট। ডান পায়ের গোড়ালি ছোট্ট ফ্লিকে বল গোলে পাঠান জোনস। এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। গ্রিসেরও ১২ পয়েন্ট তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তারা দুইয়ে।
এদিকে বেলজিয়ামকে (Belgium) তাদের ঘরের মাঠে ১-০ হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ইতালি (Italy)। লুসিয়ানো স্প্যালেত্তির হাতে পড়ে ইতালিয়ান ফুটবলে যেন নবজাগরণ ঘটেছে। কোনও নতুন সিস্টেম নয়, চিরাচরিত ‘ওল্ড স্কুল’ ফুটবল খেলেই সাফল্য পাচ্ছে আজুরিরা। এদিন ইতালির হয়ে গোল করে স্যান্দ্রো তোনালি। বেলজিয়ামের অধিনায়ক রোমেলু লুকাকু একটি সহজ সুযোগ নষ্ট করেছেন।
দেখুন অন্য খবর:
The post ইংল্যান্ডের বড় জয়, বেলজিয়ামকে হারাল ইতালি first appeared on KolkataTV.
The post ইংল্যান্ডের বড় জয়, বেলজিয়ামকে হারাল ইতালি appeared first on KolkataTV.