Placeholder canvas
কলকাতা বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
England Tour: করোনা হানায় আবার কাঁপছে ইংল্যান্ড!
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১২:৩৬:২৭ এম
  • / ৪১১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ইংল্যান্ডের মেডিক্যাল রিপোর্ট আবার রাতের ঘুম কেড়ে নিতে চলেছে? ইঙ্গিত কিন্তু এমনই। জানা যাচ্ছে , ৪৮ ঘণ্টা আগে ৪২, ৩০২ জন নুতন করে কোভিড -১৯ রোগে আক্রান্ত। বলা হয়েছে, ১৫ জানুয়ারির পর এটাই নাকি এখন একদিন সবচেয়ে বেশি সংক্রমনের নমুনা মিলেছে।

এই আতঙ্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারতীয় দল তিন সপ্তাহের ছুটি কাটিয়ে যখন সকলে , একজোট হতে যাচ্ছিলেন – তখনই জানা গেল, ইংল্যান্ডের ভারতীয় শিবিরে হানা দিয়েছে কোভিড। দলের ব্যাটসম্যান – উইকেটকিপার ঋষভ পন্থ আক্রান্ত। আরেক উইকেটকিপার ঋদ্ধিমান সাহা চলে গেছেন আইসোলেশনে। ঋদ্ধির সঙ্গে সঙ্গে থাকা বাংলার আরেক ক্রিকেটার – ওপেনার অভিমূন্য ঈশ্বরণও একইভাবে হোটেলের ঘরে বন্দি।

আরও পড়ুন – উঠছে নিষেধাজ্ঞা, ভারত বনাম ইংল্যান্ড সিরিজে দর্শক ভর্তি স্টেডিয়াম
টিম ম্যানেজমেন্ট থেকে যে খবর মিলছে, তাতে স্পষ্ট – সকলে আতঙ্কে। গোটা দলের টেষ্ট করা হয়েছে । আবার রবিবার টেস্ট হবে। টিম ইন্ডিয়া শিবিরের সকলে প্রথম টেস্টের প্রস্তুতি নিতে এবার এক ছাদের তলায় এসে গেছে। পন্থ শুধু এক আত্মীয়ের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। এই আত্মীয়ের সমবয়সীদের বন্ধুদের সঙ্গে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন।

সস্ত্রীক মাঠে গিয়েছিলেন বুমরাহ। আর হেড কোচ রবি শাস্ত্রী? তিনি উইম্বলডনের গ্যালারিতে বসে। মাস্ক ছাড়াই। অশ্বিন কাউন্টি ক্রিকেট খেলছেন। নানান অংশে ঘুরে শাস্ত্রী – কোহলিরা এখন আবার একজোট হয়েছেন টেস্ট সিরিজের জন্য।

বাংলার ঋদ্ধিমান সাহা আইপিএল বন্ধ হওয়ার ঠিক আগে দিল্লিতে হোটেলে বন্দী ছিলেন করোনা আক্রান্ত হয়ে। এখন আবার সাপোর্ট স্টাফ গারানির সঙ্গে সঙ্গে থাকার জন্য আইসোলেশনে। ভারতীয় দলের এই সাপোর্ট স্টাফ দয়ানন্দ গারানি আক্রান্ত। তাঁর সঙ্গী বন্ধু বলে, দলের বোলিং কোচ ভারত অরুণও আইসোলেশনে ঢুকে গেছেন। আপাতত এমনভাবে আইসোলেশনে থাকবেন সকলে টানা তিনদিন।

হঠাৎ করে ভীতি হানা দিয়েছে। বলা হচ্ছে, ইউরো কাপই নাকি এই সংক্রমণের জন্য দায়ী। কিন্তু সরকার দায় এড়াবে কী করে? স্বয়ং প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে মাঠে ছিলেন মাস্ক না পড়ে!

সবে দেশের প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক কপিল দেব দেশবাসীকে সচেতন করতে বলা শুরু করেছেন। কিন্তু দেশের বাইরে এইসব ক্রিকেটারদের নিয়ে নুতন চিন্তা মাথাচাড়া দিয়েছে। এমনই সময় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সত্যি সিরিয়াস। ভারতীয় দলকে নিয়ে টিপ্পনি না কেটে, বেশ চিন্তার কথাই টুইটে লিখলেন।

আরও পড়ুন- EURO Final: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরক্তি
আসন্ন ভারত – ইংল্যান্ড টেস্ট সিরিজে আইসোলেশন নিয়মে রদবদল চেয়েছেন। লিখেছেন, ‘ দেশের ১০০ টুর্নামেন্ট আর টেস্ট নিয়ে আমার নিজেরই ভয় বাড়ছে। আইসোলেশনের নিয়ম বদলানো দরকার। না হলে, ঋষভ পন্থ সমস্যা দেখা দেবে। এমনকি অ্যাশেজ সিরিজে মারাত্মক সমস্যা হাজির হতে পারে। অনেক ক্রিকেটারকে নাও পাওয়া যেতে পারে।’

নেটিজেনরা অনেকেই, ইউরো কাপে ইংল্যান্ড – জার্মানি ম্যাচে মাস্ক ছাড়া ঋষভের পোস্ট করে ইন্সটাগ্রাম ছবি দেখে সমালোচনা শুরু করেছেন। এ এমন এক অজানা ভাইরাস যা যখন, যাকে ইচ্ছে থাবা মারতে পারে। এসব জানা সত্বেও ইউরো কাপ ফাইনালে লাখে লাখে মানুষ, রাস্তা ঘাটে, আনাচে কানাচে ভিড় জমিয়েছিল।মাস্ক ব্যবহারের বলাই ছিল না। দূরত্ব বিধি শিকেয় উঠেছিল।

২০ জুলাই থেকে সম্মিলিত কাউন্টি দলের সঙ্গে প্রথম তিনদিনের প্রস্তুতি ম্যাচ। বৃহষ্পতিবার সেই দল ঘোষণা ç। পন্থ খেলছেন না , এটা নিশ্চিত। ঋদ্ধিমান মাঠে ফিরবেন ১৮ জুলাই। মাঝে দুটি দিন। চিন্তা বাড়ছে পন্থকে নিয়ে। তিনি সোজা ডারহামে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে ৪ অগস্ট থেকে প্রথম টেস্ট শুরু হবে।
অনেকেই পন্থের মাস্ক ছাড়া মাঠে থাকাকে বেহিসাবি বলে চিহ্নিত করেছেন।।

প্রাক্তন জাতীয় ক্রিকেটার আর পি সিংহ পাশে দাঁড়িয়েছেন পন্থের। আর পি লিখেছে : ‘ কোভিড সামলাতে কালঘাম ছুটে যাচ্ছে। দয়া করে কোনো প্লেয়ারকে সমালোচনার মুখে না ঠেলে দিয়ে, পাশে থাকা উচিৎ।’
প্রাক্তন জাতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না এবং হরভজন সিং একই কথা লিখেছে। সকলে দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ টম তাঁর দেশের বোর্ডের বায়ো বাবলস কড়াকড়ি কমানো সমর্থন করেছে। আবার এটাও বলেছেন, ইংল্যান্ড – ভারত বাঁচানোর চেষ্টায় সকলে মরিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, গোটা ভারতীয় দল (৬ জনকে বাদ দিয়ে) ডারহামে চলে গেছে। সেখানে পরের বৃহস্পতিবার থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি হবে এমিরেটস রিভারসাইড গ্রাউন্ডে কাউন্টি একাদশের বিপক্ষে।

ছবি:সৌ-টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

নবম দশম শিক্ষক নিয়োগের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করল SSC! কী কী জানানো হল?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের মিসাইলে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
বন্ধ শ্রীনগর-জম্মু হাইওয়ে! ট্রাকেই পচছে কয়েকশো কোটি টাকার আপেল
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
বেআইনি অস্ত্র ব্যবহারের রমরমা রুখতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
‘অনেক প্রতিবাদ করেছেন,পরীক্ষাটা ঠিকই দিয়েছেন’ নোয়া বিতর্কে দাবি কল্যাণের
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, খেলবে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মেট্রো স্টেশনে আপৎকালীন চিকিৎসা না পেয়ে সরকারি কর্মচারী মৃত্যু
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
রাজ্যে ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরির ঘোষণা সুজিত বসুর
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে আবেদনকারীদের ভর্ৎসনা বোম্বে হাইকোর্টের
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ঐতিহ্যের মেলবন্ধনে বছর বছর জমজমাট শালিখা হাউসের দুর্গাপুজো
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকনা বন্ধ কৌটোতেও মিয়ে যাচ্ছে বিস্কুট? এই ট্রিকস মানলে আর নিবড়াবে না  
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
শুভমনদের জার্সিতে এবার কাদের নাম? বিরাট ঘোষণা BCCI-এর
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ডোমকলে প্রয়াত বিধায়ক জাফিকুল স্মরণসভায় এক মঞ্চে তৃণমূল-সিপিআইএম
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
Aajke | কেন শাঁখা, নোয়া, পলা খুলেই বিবাহিত মহিলাদের ঢুকতে হবে পরীক্ষা হলে?
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
SSKM-এর নয়া উডবার্ন ওয়ার্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team