ওয়েম্বলিতে ৯০ হাজার সমর্থক| ইংল্যান্ডের মাটিতে গ্যারেথ সাউথগেটের দলের মাথায় চ্যাম্পিয়নের মুকুট ওঠার দৃশ্যের অপোয় ব্রিটিশরা| সরকারি অনুমোদন নেই| কিন্তু করোনার বিধি নিষেধ সিকেয় উঠিয়ে দিয়েছে ওয়েম্বলির ফাইনাল|
কাপটাকে প্রায় ঠোঁটে ঠেকিয়ে ফেলার উন্মাদনায় বিশ্বখ্যাত হুলিগানি তাণ্ডবেও আপাতত রাশ টেনেছে ব্রিটিশ সমর্থকরা|চোখ আটকে এগারোয়|
৬০ বছরের ইউরোর ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠার গর্ব , নাকটা আরও উঁচু করে দিয়েছে ব্রিটিশদের| নেতাহই সম্ভব নয়| চ্যাম্পিয়ন হলে হ্যারি কেন, রহিম স্টার্লিংদের কেউই হয়ত বাদ যেতেন না নাইটহুড উপাধি থেকে| তবে কোচ গ্যারেথ সাউথগেটের নাম ইতিমধ্যেই বাকিংহাম প্যালেসের তালিকায় উঠে গেছে নাইটহুডের জন্য| লাইনে আছেন, পেতে গেলে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে হবে সাউথগেটকে|
এত হৈচৈ, আড়ম্বরের মাঝে পরিসংখ্যান কাঁটা-ই একটু ভাবাচ্ছে ব্রিটিশদের| ইউরোর যাবতীয় ইতিহাস ১৯৮০ থেকে আপাতত এখনও পর্যন্ত|যার মধ্যে ইউরো এবং বিশ্বকাপের মঞ্চে ইতালির বিরুদ্ধে একবারও জেতেনি ইংল্যান্ড| ১৯৮০ সালে ইউরোর জন্মলগ্নেই গ্রুপ পর্বে ইতালির কাছে ১-০ গোলে হার তার দশ বছর পর বিশ্বকাপের মঞ্চে তৃতীয় স্থানের লড়াইয়েও, সেই এক চিত্র| ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে দেয় ইতালি| তার দু বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই ইতালির কাছেই আবার হারে থ্রি লায়ন্সরা|
খেলাধূলো শুরু হলেও, অতিমারি গ্যালারীকে দর্শকশূন্য করে দিয়েছে| ব্যতিক্রম ইউরো| তার ওপর আবার খোদ ওয়েম্বলিতে ফাইনাল| মাঠে নেমে বল জালে জড়ানোর সুযোগ থাকলে ব্রিটিশ সমর্থকরা হয়ত তাই-ই করতেন কিন্তু কিছুই করবে না, এটা অবিশ্বাস্য| যার নমুনা সেমিফাইনালেই দেখিয়েছেন ব্রিটিশ সমর্থকরা| যেটা নিয়ে ইতিমধ্যে তদন্তেও নেমে পড়েছে উয়েফা|
হ্যারি কেনের জয় সূচক গোলে ফাইনালে পৌঁছয় ইংল্যান্ড| সেই হ্যারি কেন যখন পেনাল্টি নিতে গিয়েছিলেন, তখন নাকি ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলের চোখে ও মুখে লেজার লাইট ফেলেন ব্রিটিশ সমর্থকরা| অজুহাত হতে পারে, হ্যারি কেন তো পেনাল্টি থেকে গোল করতে পারেননি ডেনমার্ক গোলরক্ষক বাঁচিয়ে দিয়েছিলেন| হ্যারি কেন ফিরতি বলে গোল করেন| কিন্তু ফাইনালে ব্রিটিশ সমর্থকদের গ্যালারীতে ঢোকার ব্যাপারে উয়েফা যে কঠোর হবে বলাই বাহুল্য|
আইন থাকবে, তার ফাঁক বার করতে জুড়ি নেই ব্রিটিশ সমর্থকদের| মাঠে নীলনকশা আর গ্যালারীতে বাকবিতণ্ডা থাকবেই| কিন্তু ওয়েম্বলিতে শেষ পর্যন্ত পরিসংখ্যান বজায় থাকবে না কি ব্রিটিশ ফুটবলে নতুন সূর্যোদয় ঘটবে, দেখার অপেক্ষা|