বেঙ্গালুরু: এ কী দশা বিশ্বচ্যাম্পিয়নদের? আফগানিস্তানের (Afghanistan) কাছে হার না হয় অঘটন বলে ধরে নেওয়া গেল। কিন্তু শ্রীলঙ্কার (Sri Lanka) সঙ্গে? কোনও অজুহাত দেওয়া যাবে না। যারা লিগ টেবিলের তলানিতে রয়েছে তাদের কাছে হারা নয়, স্রেফ চূর্ণ হল ইংল্যান্ড (England)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে আট উইকেটে হারল জস বাটলারের (Jos Butler) দল। তাদের রান লঙ্কানরা তুলে দিল মার ২৫.৪ ওভারে।
গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেমিফাইনালে যাওয়ার আর কোনও আশা নেই। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটা জিতে তাদের পয়েন্ট দুই। শেষ চার ম্যাচের চারটে জিতলেও খুব বেশি হলে ১০ পয়েন্ট হবে তাদের। ততদিনে অন্তত চারটে দল নিজেদের পয়েন্ট ১২-র বেশি করে ফেলবে।
এই মুহূর্তে আলোচনা চলতে পারে, ইংল্যান্ডের কোনটা বেশি খারাপ, ব্যাটিং নাকি বোলিং। তাদের বোলারদের পিটিয়ে ৩৯৯ করেছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। এদিন শ্রীলঙ্কার কাছে ১৫৬ রানে আউট হলেন ইংলিশ ব্যাটাররা। অথচ ব্যাটিং লাইন আপে নামগুলো পড়ুন— জনি বেয়ারস্টো, দায়িদ মালান, জো রুট (Joe Root), বেন স্টোকস (Ben Stokes), জস বাটলার, লিয়াম লিভিংস্টোন… এই বিশ্বকাপে এঁরা প্রত্যেকে নিজের ছায়া ছাড়া আর কিছুই নন।
শ্রীলঙ্কার জয়ে আরও বেশি করে চাপে পড়ল পাকিস্তান। দুই দলেরই পয়েন্ট এখন সমান কিন্তু নেট রান রেটে পিছিয়ে ছয়ে নেমে গেলেন বাবর আজমরা। শ্রীলঙ্কা উঠে এল পাঁচে। প্রত্যেক দল পাঁচটা করে ম্যাচ খেলে ফেলেছে। পাঁচ ম্যাচেই জিতে ১০ পয়েন্ট নিয়ে একে ভারত। চারটে জিতে দুইয়ে দঃ আফ্রিকা। নিউজিল্যান্ডের পয়েন্টো আট কিন্তু তারা রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে। ছয় পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া।