সমর্থকরা চায় তাদের দলকে মাঠে দেখতে| কর্তাদের দ্বন্দ্বে তাদের কোনও যায় আসে না| ইস্টবেঙ্গল কর্তা ও বিনিয়োগকারী সংস্থার টানা পোড়েনে লাল-হলুদের ঐতিহ্য চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে|
ক্লাব কর্তাদের হাতে টাকা নেই| আবার চূক্তিতে সই না করলে টাকা দেবে না বিনিয়োগকারী সংস্থা| অথচ টাকা ছাড়া মাঠে নামার সুযোগ নেই|
প্রিয় দলকে মঠে না দেখতে পাওয়ার আক্ষেপ সমর্থকদের বিক্ষোভে রূপ নিয়েছিল আগে থেকেই| দিন দিন সেটা বাড়ছে|
ক্লাব কর্তাদের দিকে অভিযোগের আঙুল তুললেন একদল সমর্থক| রবিবার সকালেই ক্লাবের সামনে পড়ল পোস্টার| প্রতিবাদে ফেটে পড়ছেন লাল-হলুদ সমর্থকরা|
সেইসঙ্গেই ২১ জুলাই ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছেন সমর্থকরা| ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার টানা-পোড়েনে সমর্থকদের যে সহ্যের বাধ ভেঙেছে তা বেশ স্পষ্ট|