দীর্ঘ অপেক্ষার অবসান| মুখ্যমন্ত্রীর হাতেই বিনিয়োগকারী এবং ইস্টবঙ্গলের মধ্যে চুক্তি জট খুলল| বিনিয়োগকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধেই আসন্ন আইএসএলে নামছে লাল-হলুদ বাহিনী| আপাতত একবছরের জন্য চুক্তি দুই পক্ষের মধ্যে|
বুধবার নবান্নে দু পক্ষের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তাতেই স্বস্তি আপামর লাল-হলুদ সমর্থকদের মধ্যে| গত মরসুমে আইএসএলের মাঝপথ থেকেই শুরু হয়েছিল দুই শিবিরের গন্ডোগোল|
টার্মশিট সই হলেও, মূল চুক্তি সই নিয়ে তিক্ততা ক্রমশই বাড়ছিল| মূল চুক্তিতে বেশ কিছু শর্ত বদলের দাবী এনেছিলেন ক্লাব কর্তারা| তাদের অভিযোগ ছিল এতে ক্লাবের মান ক্ষুন্ন হতে পারে| অন্যদিকে বিনিয়োগকারীরাও নিজেদের জায়গায় অনড় ছিল| মাঝে বয়ে গিয়েছে বহু জল| মধ্যস্থতা করে চেষ্টাও করেছেন অনেকে| কিন্তু দুই শিবিরের সম্পর্ক পৌঁছেছিল খাদের কিনারে|
এরপর গত সোমবারই ক্রীড়া সত্ত্ব ছাড়ার চিঠি দিয়ে নবান্নকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বিনিয়োগকারী সংস্থার তরফে| মুখ্যমন্ত্রী নিজে সেই কথা জানানোর পাশাপাশি, এমন আচরণে তিনি যে ক্ষুব্ধ এবং বিরক্ত তাও জানিয়েছিলেন সকলকে|
যদিও এই ব্যপারটা দেখার আশাও দিয়েছিলেন সকলকে| তাঁর হস্তক্ষেপেই এল স্বস্তি| বুধবারই দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী|
কাটল জট| আসন্ন আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকেই দেখা যাবে| এবার সামনে দল গঠনের চ্যালেঞ্জ|