চাপের খেলা চলছে লাল-হলুদে| কেউই মুখোমুখি লড়াইয়ে যেতে চাইছে না| সে ক্লাব কর্তাই হোক কি বিনিয়োগকারী সংস্থার কর্তারাই হোক|
শুক্রবার ইস্টবেঙ্গলে কার্যকরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চুক্তিপত্রে সই সরবে না তারা| সই করলে নাকি ক্লাবের ঐতিহ্য, মান সম্মান, সমর্থকদের আবেগ ক্ষুন্ন হবে| যুক্তি কর্তাদের|
সেই খবর সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া হয়ে ঘরে ঘরে পৌঁছে গেছে| কিন্তু যারা টাকা ঢালবেন, তাদের কাছেই লাল-হলুদের তরফে চুক্তিতে সই না করার সরকারি কোনও বার্তা এসে পৌঁছয়নি|
এই বিষয়ে মুখ খুলতে চাইলেন না শীর্ষকর্তা দেবব্রত সরকার| এগিয়ে দিলেন অন্য একজনকে| অন্যদিকে বিনিয়োগকারী সংস্থার তরফেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সরকারি বিবৃতিতে তাদের সিদ্ধান্তের কথা জানানো নেই|
দু পক্ষই খবর হাওয়ায় ভাসাচ্ছে| এই চাপ পাল্টা চাপের খেলা, কোথায় গিয়ে শেষ হয় সেদিকেই অসহায়ের মতো তাকিয়ে আপামর ইস্টবেঙ্গল সমর্থক|