কেরিয়ারের সেরা সময়ে দৌড় শেষ করলেও, অলিম্পিকে পদক জয়ের আশা অধরাই রয়ে গেল দ্যুতি চাঁদের| ২০০ মিটার হিটে সপ্তম স্থানে শেষ করল ভারতের তারকা অ্যাথলিট| সেইসঙ্গে সেমিফাইনালে পৌঁছনর আশাও শেষ হেয় গেল তাঁর|
কয়েকদিন আগেই ১০০ মিটারের দৌড়ে নেমেছিলেন তিনি| সেখানেও হিট পর্ব পেরোতে পারেননি| যদিও ২০০ মিটারে আশা ছিল|
সোমবার সকালে ২০০ মিটারের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হিটে নেমেছিলেন দ্যুতি চাঁদ| ২৩.৮৫ সেকেন্ডে দৌড় শেষ করেন দ্যুতি চাঁদ| তাঁর কেরিয়ারে এটাই এখনও পর্যন্ত সেরা|
কিন্তু অলিম্পিকের পদক জয়ের জন্য তা যথেষ্ট নয়| সাত নম্বরে থেমে যেতে হল দ্যুতিকে| সেইসঙ্গে পদকের আশাও শেষ তাঁর|