করোনার প্রভাব কাটিয়ে ২০২১ সালেই ফিরতে চলেছে ঐতিহ্যের ডুরান্ড কাপ| সবকিছু ঠিকঠাক চললে ৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হবে ডুরান্ড প্রতিযোগিতা| খেলতে পারে ১৬ টি দল|
২০১৯ সালে কলকাতায় আয়োজিত হয়েছিল ডুরান্ড| এরপরই করোনার থাবা| চেষ্টা চালালেও ২০২০ সালে ডুরান্ড করা সম্ভব হয়নি| ধীরে ধীরে অবস্থা স্বাভাবিকের পথে| বিভিন্ন জায়গাতেই শুরু হচ্ছে প্রতিযোগিতা| আগামী ৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হতে চলেছে ডুরান্ড কাপ|
শোনাযাচ্ছে বাংলাদেশ থেকে দুটো দলও এবর অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়| যদিও করোনা পরিস্থিতির জন্য এখনও পর্যন্ত পাকাপাকি কিছু হয়নি| সবকিছু ঠিকঠাক চললে, কলকাতা লিগের পর জুরান্ড কলকাতার বুকে হতে চলেছে করোনা পরিস্থিতিতে সর্বভারতীয় প্রথম ফুটবল প্রতিযোগিতা|
কয়েকদিনের মধ্যেই সরকারীভাবে ডুরান্ড কাপের সূচী ঘোষণা হয়ে যাবে|