ইতালিকে তিপ্পান্ন বছর পর ইউরো চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বিরাট অবদান ছিল। সে জন্যই এবারের ইউরোর সেরা প্লেয়ার হয়েছেন তিনি। সেই বাইশ বছরের গোলকিপার জিয়ানলুইজি দোনারিমাকে দলে নিল প্যারিস সাঁ জাঁমা। বুধবারই দোনারুমার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে পি এস জি-র। আপাতত পাঁচ বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। গত পাঁচ বছর তিনি ছিলেন সিরি আ-র ক্লাব এসি মিলানে। কিন্তু তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে গত মরসুমের শেষে। তাই দোনারুমা ছিলেন ফ্রি এজেন্ট। তাঁকে দলে নিতে প্যারিসের ক্লাবটির বাড়তি ইউরো খরচ হয়নি।
প্যারিস সাঁ জাঁমার এখন একমাত্র লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা। সে জন্য এবার তারা আবার দল গড়তে নেমেছে। দলে নেমার, কিলিয়ান এম্বেপে, অ্যাঞ্জেলো ডিমারিয়ার মতো প্লেয়ারকে ধরে রেখেই তারা দলে নিয়েছে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনান্ডূম, স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও র্যামস এবং মরক্কোর ফুলব্যাক আশরাফ হাকিমিকে। দোনারুমা এই ক্লাবে সই করতে পেরে খুবই খুশি। বলেছেন, “এই গ্রেট ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। নতুন চ্যালেঞ্জ নিতে এবং নিজেকে উন্নত করতে প্রস্তুত। পি এস জি-র হয়ে আমি প্রচুর ট্রফি জিততে চাই এবং সমর্থকদের আনন্দ দিতে চাই।” এসি মিলানের হয়ে দোনারুমা খেলেছেন ২৫১টি ম্যাচ। ইতালির জার্সি গায়ে খেলেছেন ৩৩টি ম্যাচ। এর একটি ম্যাচেও ইতালি হারেনি।