ফেডেরারের লেগেছে ১৮ বছর| নাদালের সময় ১৬ বছর| কিন্তু তাদের সকলকে পিছনে ফেলে ১৪ বছরেই ২০টি গ্র্যান্ডস্লামের মালিক নোভাক জকোভিচ| উইম্বলডন চ্যাম্পিয়ন জোকার|
ফরাসি ওপেনের পর লক্ষ্য ছিল উইম্বলডন| শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি| ফেভারিটের তকমা নিয়েই ঐতিহ্যের উইম্বলডনে শাসন করে গেলেন সার্বিয়ান তারকা| ফাইনালে ইতালির বেরেত্তিনিকে হারালেন জকোভিচ|
তিন ঘন্টার লড়াইয়ে শুরুটা তেমনভাবে করতে পারেননি জকোভিচ| পিছিয়ে পড়েছিলেন তিনি| প্রথম সেট খোয়াতে হয় তাঁকে| ফাইনালের মঞ্চে বেরেত্তিনির সাফল্য বলতে এটুকুই|
এরপর আর জোকারের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি তিনি| ফেডেরারের পাশে গ্রাস কোর্টের অঘোষিত সম্রাটের দাবীদার যে তিনিও, সেটা বোঝানোর জন্য এদিনের শেষ তিনটি সেটই হয়ত যথেষ্ট ছিল|
বেরেত্তিনিকে ৬-৭, ৬-৪, ৬-৪ এবং ৬-৩ সেটে হারিয়ে কেরিয়ারের ষষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন জকোভিচ| সেইসঙ্গে ২০টি গ্র্যান্ডস্লামের মালিকও হয়ে যান তিনি|
জোকারের কীর্তিতে আপ্লুত সকলে| ঢল নেমেছে শুভেচ্ছা বার্তাতে| যে জোয়ারে গা ভাসিয়েছেন জকোভিচও| মাত্র ১৪ বছরে গ্র্যান্ডস্লামের সম্রাটের সিংহাসনে বসেছেন| যদিও একা নয় পাশে রয়েছেন নাদাল, ফেডেরার|
এখন লক্ষ্য ক্যালেন্ডার স্লাম| সকলকে সরিয়ে গ্র্যান্ডস্লামের সিংহাসনে একা বিরাজ করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে|