নিউ ইয়র্ক: রড লেভারের পর নোভাক জকোভিচ কী পারবেন| ৫২ বছর পর ফের পুরুষ সিঙ্গলসে ক্যালেন্ডার স্ল্যামের হাতছানি| আর সেই লক্ষ্যে পৌঁছতে আর মাত্র পাঁচ ম্যাচ জয়ের অপেক্ষা নোভাক জকোভিচের সামনে| ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি|
১৯৬৯ সালে পুরুষ সিঙ্গলসে ক্যালেন্ডার স্ল্যাম জিতেছিলেম রড লেভার| মাঝে কেটে গিয়েছে ৫২টা বছর| সেই কীর্তি ছুঁতে পারেননি কেউই| বহু তারকা সামনে গেলেও, স্বপ্নপূরণ হয়নি| সেই হাতছানিই এবার নোভাক জকোভিচের সামনে| সঙ্গে রয়েছে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানিও|
তারকাহীন যুক্তরাষ্ট্র ওপেনে জোকার হট ফেভারিট| তাই যত ধাপ তিনি এগোচ্ছেন, ততই চাপ বাড়ছে জোকারের| দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোকারের সামনে ছিলেন ১২১ বাছাই নেদারল্যান্ডসের ট্যালন গ্রিয়েকস্পুর| স্ট্রেট সেটে হারিয়েই তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন জকোভিচ| ম্যাচের ফলাফল ৬-২, ৬-৩ এবং ৬-৩|
Too easy for the world No. 1.@DjokerNole | #USOpen pic.twitter.com/dc8ZIcDml8
— US Open Tennis (@usopen) September 3, 2021
এবার সামনে ২০১৪ ইউএস ওপেনের ফাইনালিস্ট কেই নিশিকরি| তবে প্রতিপক্ষ নিয়ে নয়, সামনে থাকা দুই রেকর্ডের হাতছানিই একটু বেশি সতর্ক করে দিয়েছে জকোভিচকে|
তিনি জানান, ‘এই পরিস্থিতিতে মানসিক চাপ ধরে রাখাটাই প্রধান চ্যালেঞ্জ| কোর্টের থেকেও কের্টের বাইরের চাপটাই বেশি কাজ করে| মোটিভেশন ধরে রাখতে হবে| চ্যাম্পিয়ন হওয়াটাই একজন খেলোয়াড়ের প্রধান লক্ষ্য থাকে’|
ইতিমধ্যেই ২০টি গ্র্যান্ডস্লাম জিতে ফেডেরার, নাদালকে ছুঁয়ে ফেলেছেন| অলিম্পিক জিতে গোল্ডেনস্ল্যাম করার লক্ষ্যে থাকলেও, সেটা হয়নি| সেই সুযোগ হাতছাড়া হয়েছে, ক্যালেন্ডার স্ল্যাম জোকার করতে পারে কিনা সেটাই দেখার|