আমেরিকা বাসীর সাপোর্ট| ইতিহাস গড়ার পথে আত্মবিশ্বাস যোগাচ্ছে নোভাক জকোভিচকে| ইউএস ওপেনের শেষ ষোলায় পৌঁছলেন নোভাক জকোভিচ| ইতিহাস গড়ার থেকে আর মাত্র ৪ ম্যাচ দূরে দাঁড়িয়ে বিশ্বের এক নম্বর তারকা|
পরপর দুজন অবাছাই তারকাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন জোকার| এবার সামনে ছিলেন জাপানের কেই নিশিকরি| লড়াইটা প্রচন্ড কঠিন ছিল, ত মানতে দ্বিধা নেই জোকারেরও| তাই তো ম্যাচ শষে বলেই ফেললেন এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত এটাই ছিল সবচেয়ে কঠিন ম্যাচ| ওর বলের পেস এবং গতি প্রথম দুই ম্যাচের খেলোয়াড়দের থেকে অনেক বেশি শক্তিশালী|
নিশিকরির বিরুদ্ধে প্রথম সেটেই হার| দ্বিতীয় সেটেও চাপ বাড়াতে থাকেন জাপানিজ প্রতিদ্বন্দ্বী| কিন্তু জোকারও সহজে ছাড়ার পাত্র নন| ধীরে ধীরে কামব্যাক শুরু তাঁর| নিশিকরি লড়াই চালালেও, জোকারকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না| শেষ পর্যন্ত ৬-৭, ৬-৩, ৬-৩ এবং ৬-২ সেটে ম্যাচ জিতে নেন জকোভিচ|
This. Man. Is. Incredible. pic.twitter.com/9cjH3lInop
— US Open Tennis (@usopen) September 4, 2021
ফেডেরার, নাদালকে পিছনের সারিতে ফেলে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড যেমন তাঁর সামনে, তেমনই ৫২ বছর পর প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ক্যালেন্ডারস্ল্যাম করে ইতিহাস তৈরির হাতছানিও জকোভিচের সামনে|
সেই লক্ষ্যে এগোনর পথে এবার আমেরিকাবাসীরও সমর্থম পাচ্ছন জকোভিচ| গোটা সপ্তাহে এই প্রথমবার তাঁকে সমর্থন দেখালেন আর্থার অ্যাশ কোর্টের সমর্থকরা| তাতেই আত্মবিশ্বাস বাড়ছে জকোভিচের| মরসুমের শেষ গ্র্যান্ডস্ল্যাম জিতে ইতিহাস তিনি করতে পারেন কিনা সেটাই দেখার|