মনের শান্তি বিঘ্নিত, তাই এখন ক্রিকেট নয়। এবার আর কোনও একজন ক্রীড়াবিদ নন,একজন ক্রিকেটার নন – গোটা জাতীয় দল বলে বসেছে। আর তাতেই আপাতত বাতিল হয়ে গেল আফগানিস্তান-পাকিস্তানের আসন্ন ওয়ান ডে সিরিজটি।
দেশে তালিবানদের তান্ডব বহাল। কাবুল বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ। এমন অবস্থায়,২৪ ঘণ্টা আগে ঠিক ছিল, সড়ক পথে পাকিস্তান পৌঁছবে আফগান জাতীয় দল। সেখান থেকে দুবাই। আর তারপর দুবাই থেকে আকাশ পথে বা জলপথে দল যাবে শ্রীলঙ্কা। নিরপেক্ষ দেশে হবে এই সিরিজ। কিন্তু শেষ মুহূর্তে,ক্রিকেটাররা বেঁকে বসেছে।
মানসিক ভাবে নাকি আফগানিস্তানের ক্রিকেটাররা খেলার অবস্থায় নেই। তাঁদের অধিকাংশের আত্মীয় পরিজনের প্রতিদিন কাটছে নানা আতঙ্কে। এই অবস্থায়, তাদের ছেড়ে ক্রিকেটাররাই মাঠে নামতে রাজি নয়। সড়ক, জল বা আকাশ পথ-সব তো পরের কথা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাক ক্রিকেট বোর্ডকে এই সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। নয়া প্রস্তাব,২০২২ সালে করা হোক এই সিরিজটি।
পাক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের এই সিরিজটি ২০২২ সালে হবে। এখন তা বাতিল করা হল। সিরিজটি হওয়ার কথা ছিল,১-৮ সেপ্টেম্বর।
MEDIA RELEASE
The @ICC ODI Super League matches as part of the first-ever bilateral series between Afghanistan and @TheRealPCB are postponed with mutual consent due logistical issues and lack of time for preparations.
Read more: https://t.co/MbYNgWzsl9#AFGvPAK pic.twitter.com/YUYYajzju5
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 24, 2021
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,’আফগান ক্রিকেট বোর্ড সোমবার রাতে পাক বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। অনুরোধ জানায় ২০২২ সালে এই সিরিজ হোক। আপাতত তা স্থগিত থাকুক। যে যে কারণের কথা সরকারিভাবে জানানো হয়েছে,সেগুলি হল-কাবুল বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ। কোভিড -১৯ সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে শ্রীলঙ্কাতে। এমনকি খেলার মতন মানসিক অবস্থায় নেই ক্রিকেটাররাই। এর পাশাপাশি, জানা গেছে টিভি সম্প্রচার স্বত্ব যাদের তারাও এই সময় শ্রীলঙ্কাতে সরঞ্জাম এবং কর্মী পাঠাতে পারছে না। জটিল পরিস্থিতি।
আরও পড়ুন: এ এফ সি কাপের আঞ্চলিক সেমিফাইনালে উঠল এটিকে মোহনবাগান
এইসবে আজিজুল্লাহ ফজিলকে আফগান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান করা হয়েছে। এই প্রথমবার আফগানিস্তান – পাকিস্তানের মধ্যে সিরিজ হতে যাচ্ছিল। কিন্তু আফগান রাজনৈতিক অস্থিরতা সব তালগোল পাকিয়ে দিল।
ছবি: সৌ-টুইটার