কলকাতা: ২০১৫ সালে মধ্য কলকাতার রবিনসন স্ট্রিটের (Robinson Street Incident) সেই ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি শহরবাসীর মন থেকে। সেখানকার বাসিন্দা পার্থ দে (Partha De) তাঁর দিদি দেবযানী দের কঙ্কাল আগলে বেশ কয়েকদিন বসে ছিলেন। সেই কঙ্কালকে ধূপধুনো দিয়ে পুজো করতেন পার্থ। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে। মানসিক রোগী পার্থকে হাসপাতালে পাঠানো হয়। পরে অবশ্য পার্থও মারা যান।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-২০)
সেই সময় রবিনসন স্ট্রিটের ওই ঘটনা রাজ্যের সীমা ছাড়িয়ে সারা দেশেও আলোড়ন ফেলেছিল। পুলিশ তদন্তে নেমে দে পরিবার সম্পর্কে অনেক না জানা তথ্য আবিষ্কার করে। জানা যায়, শিক্ষিত পরিবারটি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করত। এবার রবিনসন স্ট্রিটের সেই হাড়হিম করা ঘটনা ছোটপর্দায় নিয়ে আসছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee)। তিনি একটি ডকুসিরিজ তৈরি করেছেন। ইতিমধ্যে এই সিরিজের প্রথম ঝলকের দৃশ্য এবং পোস্টার প্রকাশ্যে এসেছে। তার টিজারে অনেক বিশিষ্ট লোকের মতামত, পুলিশ অফিসারদের বক্তব্য, মনোবিদদের কথা উঠে এসেছে। ১৫ মার্চ ওটিটিতে আসছে রবিনসন স্ট্রিটের গল্প।
আরও খবর দেখুন