স্পোর্টস ডেস্ক: আইপিএল (IPL) কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রেখে গেলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) রবিবারের বিকেলের খেলায় ৮৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। ম্যাচের পর অবধারিতভাবে সেই প্রশ্ন আসে, ধোনি কি আইপিএলে আর খেলবেন? তিনি জানিয়ে দেন, বলছি না যে এটাই শেষ, আবার ফিরে আসব সেটাও বলছি না।
৪৩ বছরের ভারতীয় মহাতারকার এটাই শেষ আইপিএল মরসুম বলে মনে করছে ক্রিকেট বিশ্বের সিংহভাগ নাগরিক। প্রাক্তন ক্রিকেটার থেকে সাধারণ সমর্থক ধোনির বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু ম্যাচের পরে ধোনি যা বললেন তাতে নতুন করে ধোঁয়াশার সৃষ্টি হল। ধোনি আরও জানান, আপাতত বিশ্রাম করবেন এবং ফিরবেন কি ফিরবেন না তা আগামী দু’ মাস ধরে ভেবেচিন্তে স্থির করবেন।
আরও পড়ুন: ধোনির আইপিএল কেরিয়ারের শেষ জয় কি এটাই?
প্রসঙ্গত, এদিন টসের পর সঞ্চালক ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী (Ravi Shastri) ধোনিকে প্রশ্ন করেন, “১৮ বছর ধরে আইপিএল খেলছ, শরীর কতটা সঙ্গ দিচ্ছে?” একগাল হেসে ধোনি বলেন, “চলে যাচ্ছে। প্রত্যেক বছর এক একটা নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে যখন কেউ কেরিয়ারের শেষ পর্যায়ে চলে যায়, শরীরকে সম্মান করতে হয়, তার দেখভাল করতে হয়। সাপোর্ট স্টাফদের ধন্যবাদ, তাঁরা সেই কাজটা করে চলেছেন।”
ধোনি আরও বলেন, “কিন্তু তা সত্ত্বেও শরীর কখনও সঙ্গ দেয়, কখনও দেয় না। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি যখন আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতাম তখন এরকম সমসয়া হয়নি।” প্রসঙ্গত, এদিন লিগ টেবিলের ফার্স্ট বয় গুজরাট টাইটান্সকে ৮৭ রানে হারিয়ে দিয়েছে ধোনির সিএসকে। প্লে অফ থেকে তাদের বিদায় হয়েছে অনেকদিন আগেই। যদি ধোনি আইপিএলে না ফেরার সিদ্ধান্ত নেন তাহলে কেরিয়ারের শেষটা হবে জয় দিয়েই।
দেখুন আরও খবর: