বিরতি শেষ| ফের ক্রিকেটের বাইশ গজে মহেন্দ্র সিং ধোনি| একইসঙ্গে চেন্নাই সুপার কিংস বাহিনীও| আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়ল ধোনির কিংসরা|
করোনার তাণ্ডবে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল| একের পর এক দলের ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা করোনায় আক্রান্ত হচ্ছিলেন| বায়ো বাবল ভেঙে পড়ার অভিযোগও উঠেছিল| তাই শেষ পর্যন্ত আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড|
পরিস্থিতির ওপর নজর রেখেই চলছিল হিসাব নিকাশ| আগামী সেপ্টেম্বর থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল| তবে বাকি ম্যাচ হবে এবার সংযুক্ত আরব আমিরশাহীতে| সেইমতো পৌঁছতে শুরু করে দিয়েছে দলগুলো|
মুম্বইয়ের পরই দুবাই পৌঁছেছিল চেন্নাই সুপার কিংস| টিম হোটেলে কোয়ারেন্টাইন পর্ব শেষে প্রস্তুতিতে নেমে পড়ল চেন্নাই সুপার কিংস| দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ক্যাপ্টেন কুলও|
এই মুহূর্তে লিগ টেবিলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয় দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির দল| সেই জায়গা থেকেই শুরু করবে লড়াই| মাঝের বিরতিটা যাতে দলের ওপর কোনওরকম প্রভাব ফেলতে না পারে সেদিকেই নজর ধোনির|