ড্যানিশ ঝড়ে তছনছ রাশিয়া| ৪-১ গোলে রাশিয়াকে উড়িয়ে অসম্ভবকে সম্ভব করল ডেনমার্ক| গ্রুপের দ্বিতীয় দল হিসাবে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ড্যানিস ব্রিগেড।
প্রথম স্থানে ডেনমার্কের জায়গা পাকাই ছিল| লড়াইটা ছিল দ্বিতীয় স্থান পাওয়া নিয়ে| দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া ছিল চেরচেশভের দল| কিন্তু ডেনমার্কের সামনে এদিন তারা দাঁড়াতেই পারল না| রাশিয়ার সমস্ত ছক ভেস্তে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে রেখেছিল ডেনমার্ক| পাওয়ার এবং পাসিং ফুটবলেই কোপেনহেগেন স্টেডিয়াম মাত করলেন ড্যানিশ ফুটবলাররা| শুরুটা ম্যাচের ৩৮ মিনিটে ড্যামসগার্ডের গোল দিয়ে| প্রথমার্ধে রাশিয়াকে যাওবা খুঁজে পাওয়া গিয়েছিল, বিরতির পর মাঠ ঝুড়ে শুধুই ডেনমার্কের রাজত্ব| চেরচেশভের ফুটবলারদের দর্শকের ভূমিকা পালন করতে বাধ্য করে তারা| ৫৯ মিনিটে রাশিয়ান ডিফেন্সের মোক্ষম ভুল| তাদেরই ব্যাকপাস থেকে রাশিয়ার জালে বল জড়িয়ে দেন পোলসেন| মাঝে অবশ্য পেনাল্টি থেকে গোলের ব্যবধান কমিয়েছিলেন রাশিয়ার জাইয়ুবা| কিন্তু ডেনমার্ককে আটকানোর জন্য এদিন তা যথেষ্ট ছিল না| ৭৯ মিনিটে ক্রিস্টেনসেন এবং ৮২ মিনিটে মাহেলার গোল রাশিয়ার কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয়|