কলকাতা: বাফটার (BAFTA 2024) মঞ্চে উপস্থাপক হিসেবে নজর কাড়লেন বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। তিনি ছাড়াও বাফটার মঞ্চে উপস্থাপক হিসেবে ছিলেন ডেভিড বেকহ্যাম, ডুয়া লোপার মতো তারকারা। এর আগে অস্কারের মঞ্চেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ভারতীয় সুন্দরীর উপস্থাপনায় মুগ্ধ হল পশ্চিমী বিনোদুনিয়াও।
আগেই জানা গিয়েছিল যে, ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অর্থাৎ বাফটা অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রবিবার রাতে সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে দেখা গেল বাফটা লুকে। জানা যাচ্ছে, বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিশেষ সিক্যুইন শাড়ি পরেছিলেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, মিনিম্যাল মেকআপের আর যৎসামান্য গয়নাতেই ৭৭তম বাফটার মঞ্চে বাজিমাত করলেন বলিউড মস্তানি।
View this post on Instagram
আরও পড়ুন: ‘পুষ্পা ২’ মুক্তির আগেই ‘পুষ্পা ৩’ নিয়ে বড় ঘোষণা আল্লুর
প্রসঙ্গত, অস্কার মনোনয়ন, গোল্ডেন গ্লোবস-এর পর এবার বাফটার মঞ্চেও দেখা গেল ‘ওপেনহাইমার’ দাপট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কিলিয়ন মারফি। অন্যদিকে সেরা পরিচালকের শিরোপা পেলেন ক্রিস্টোফার নোলান। সবমিলিয়ে বাফটার মঞ্চে ৭টি পুরস্কার এসেছে ‘ওপেনহাইমার’-এর ঝুলিতে। এছাড়া সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতে চমক দেখিয়েছে ইয়োরগাস লান্থিমোস নির্মিত সিনেমা ‘পুওর থিংস’।
আরও খবর দেখুন