টোকিও অলিম্পিকের মঞ্চে অবশেষে পদকের আশা জাগলো তিরন্দাজি ঘিরে| মহিলাদের ব্যক্তিগত বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দীপিকা|
টিম ইভেন্ট থেকে মিক্সড ইভেন্ট| চূড়ান্ত ব্যর্থ ভারত| পুরুষ সিঙ্গলসে প্রথম ধাপ পেরলেও, দ্বিতীয় রাউন্ডে থেমে গিয়েছিল প্রবীণ যাদবের দৌড়|
অবশেষে তিরন্দাজীতে পদকের আশা জিইয়ে রাখলেন দীপিকা কুমারি| প্রথম ও দ্বিতীয় রাউন্ডে দুরন্ত জয়| প্রথম ম্যাচে ভুটানের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে এগোন দীপিকা|
প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকার মুখোমুখি হয়েছিলেন আমেরিকান তিরন্দাজ| প্রথম সেটে পিছিয়েও পড়েন দীপিকা| যদিও কামব্যাকটা অসাধারণ করেন|
৩-২ সেটে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেলেন তিনি| ম্যাচের পয়েন্ট ৬-৪| আর একধাপ পেড়োতে পারলেই পদক নিশ্চিত করে ফেলবেন দীপিকা| তীরন্দাজিতে তাঁর হাত ধরে পদক আসে কি না, সেদিকেই তাকিয়ে দেশবাসী|