ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক অকল্পনীয় রাত গেল। মঙ্গলবার রাতে ছিল কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের দুটি খেলা। একদিকে আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ এবং অন্যদিকে বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান। দুই ম্যাচের ফলই হল প্রত্যাশার উল্টো। ঘরের মাঠে ইন্টারের কাছে ১-২ হেরে গেল বায়ার্ন। তবে রিয়ালকে আর্সেনালের ৩-০ হারানো বিরাট বড় চমক।
ইউরোপের রাজা রিয়ালের বিরুদ্ধে এত বড় জয়ের কথা খোদ আর্সেনাল সমর্থকরাই ভাবেননি। মিকেল আর্তেতার দল শুধু জেতেইনি, তারকা সমৃদ্ধ মাদ্রিদকে নিয়ে ছেলেখেলা করেছে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে, রদ্রিগো, জুড বেলিংহ্যামদের শান্ত করে রেখেছিল গানারদের রক্ষণ। অন্যদিকে রিয়ালের রক্ষণে ত্রাসের সৃষ্টি করছিলেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেলি, মিকেল মেরিনোরা।
আরও পড়ুন: ফাইনাল ঘরের মাঠে খেলবে মোহনবাগান, কেন এই সুবিধা?
৮ এপ্রিল তারিখটা আজীবন মনে রাখবেন ডেকল্যান রাইস। আজ পর্যন্ত আর্সেনাল বা ওয়েস্ট হ্যামের হয়ে ডিরেক্ট ফ্রি-কিকে গোল করতে পারেননি। এদিন ১২ মিনিটের ব্যবধানে দুটি ফ্রি-কিকে জাল কাঁপালেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা ফ্রি-কিকে গোল হিসেবে থেকে যাবে। প্রথম গোলটার মনে পড়ালেন রবার্তো কার্লোসকে।
তিন গোলের ব্যবধান অনেক কিন্তু রিয়াল মাদ্রিদ বলেই সতর্ক থাকবেন আর্তেতা। কারণ চ্যাম্পিয়ন্স লিগ তাদের ডিএনএ-তে। তার উপর পরের লেগের খেলা সান্তিয়াগো বার্নাবেউতে। এরকম বহু কঠিন বাধা পেরিয়েছে তারা। ১৫টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এমনি এমনি তাদের দখলে নেই।
দেখুন অন্য খবর: