কলকাতা টিভি ওয়েবডেস্ক: ক্রিকেটের বাইশ গজে আর দেখা যাবে না মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীকে| সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডেভিলিয়র্স| শুক্রবার সোশ্যাল মিডিয়াতেই নিজের অবসরের কথা ঘোষণা করেন ডেভিলিয়র্স| বয়স বাড়ছে, পারফরম্যান্সের ধারও কমেছে, তাই সবদিক বিচার করেই দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারেল ইতি টানলেন তিনি|
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটে ডেভিলিয়র্সের ভক্তের সংখ্যা কম নয়| টেস্ট. ওয়ানডে থেকে টেস্ট| সব জায়গাতেই চূড়ান্ত সাফল্য পেয়েছেন এবি ডেভিলিয়র্স| বিশ্বের তাবড় তাবড় বোলারদের নাস্তানাবুদ করেছেন এক সময়|
অপ সাইড থেকে লেগ সাইড সব দিকেই সমান দক্ষ ছিলেন তিনি| তাই তো ক্রিকেট বিশ্বে তিনি মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী নামেই পরিচিত| সেই ডেভিলিয়র্সই শেষপর্যন্ত গ্লাভর, প্যাড তুলে রাখার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন|
It has been an incredible journey, but I have decided to retire from all cricket.
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
সোশ্যাল সাইটেই তিনি জানিয়েছেন, ‘ক্রিকেটের বাইশগজে এক আসধারণ জার্নির স্বাক্ষী হয়েছি| ক্রিকেটের প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছি| কিন্তু এখন আমার বয়স ৩৭ বছর| পারফরম্যান্সের ধারও কমছে| সবকিছু চিন্তা করেই ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার সিদ্ধান্তটা নিলাম’|
“I’m going to be an RCBian for life. Every single person in the RCB set-up has become family to me. People come & go, but the spirit & the love we have for each other at RCB will always remain. I’ve become half Indian now & I’m proud of that.” – @ABdeVilliers17 #ThankYouAB pic.twitter.com/5b6RUYfjDY
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 19, 2021
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি| যদিও আইপিএলে ডেভিলিয়র্স খেলা চালিয়ে যাচ্ছিলেন| শেষ মরসুমেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলেছেন তিনি| একদিন, টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে রয়েছে ২০ হাজারের ওপর রান|
আইপিএলে ১৫টি ম্যাচে ৩১৩ রান রয়েছে ডেভিলিয়র্সের| অন্যতম দামী ক্রিকেটার হিসাবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এসেছিলেন এবিডি| শুক্রবারের পর থেকে এখন তাঁর গায়ে প্রাক্তনের তকমা|