কলকাতা: ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দর্শনা বণিক-সৌরভ দাস। আর এই খবর রটতেই তাঁদের বিয়ে নিয়ে সকলেরই নানা কৌতুহল। কী কী আয়োজন হচ্ছে। বিশেষ কী থাকছে? কোন কোন সেলিব্রিটি আসছেন, কারাই বা থাকবেন বিয়ের অনুষ্ঠানে। এমন সুন্দরী অভিনেত্রীকে দেখতেই বা লাগবে কেমন। ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় আইবুড়ো ভাত খেতে। সুন্দরী এই অভিনেত্রী যে সাজতে ভালোবাসেন একথা অনেক আগে থেকেই সকলের জানা।
তবে জানেন কি, দর্শনা কী পড়ছেন বিয়েতে? এক্সক্লুসিভ এই পোশাকের দামই বা কত? লাখের উপর দাম অভিনেত্রীর বিয়ের বেনারসির। আগেকার দিনে সোনা-রুপো দিয়ে বানানো হত সেইসকমই রুপোর জরি দিয়ে তৈরি হবে অভিনেত্রীর বিয়ের শাড়ি। তবে, রুপোর জরিতে সোনার জল করা থাকবে। শাড়ি নাকি কুড়ি বছর পর পলিশটা চলে যেতে পারে। মানে সোনালি রংটা খানিক কালচে হয়ে যাবে ঠিকই। তবে তখন আরও ভালো দেখতে লাগবে।