কলকাতা: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বাঁকা টিপে সেলফি। মহিলাদের সৌন্দর্য ও সাজসজ্জার অন্যতম অঙ্গ টিপ। সাধারণত কপালের মাঝে টিপ পরতে দেখা যায় মহিলাদের। কিন্তু কেন হঠাৎ বাঁকা টিপে সেলফি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। নতুন কোনও ট্রেন্ড? খোঁজখবর নিয়ে জানা গেল, এটা কোনও ট্রেন্ড না। চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ‘Odd Dot Selfie’। নারীর চিরাচরিত সাজসজ্জার অন্যতম অঙ্গ টিপই এবার হয়ে উঠেছে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। ‘আমার প্রতিবাদের ভাষা #OddDotSelfie’ স্লোগানে চলছে অভিনব প্রতিবাদ যাতে সাড়া দিয়েছেন খ্যাতনামা অভিনেত্রী, শিল্পী ও ইনফ্লুয়েন্সাররা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৭)
কপালের মাঝখান থেকে টিপ একটু সরিয়ে সেলফি তুলে #OddDotSelfie লিখে পোস্ট করছেন নিজদের ওয়ালে। তারা নারীদের আহ্বান জানাচ্ছেন সেলফি ও হ্যাশট্যাগসহ প্রতিবাদে যোগ দিতে। কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায় বাঁকা টিপে সেলফি পোস্ট করে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan) প্ৰশ্ন করেছেন, কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম?
ইনফ্লুয়েন্সার নাজিবা নওশিন বলেন, আমরা নারীরা মন ভালো থাকলে টিপ পরি। এটি আমাদের কালচার। কপালের সেই টিপ সরিয়ে দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা এবার প্রতিবাদ জানাচ্ছি। অভিনেত্রী ও সমাজকর্মী সারা যাকের বলেন, আমাদের দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদই হচ্ছে না। সবাই মিলে সোচ্চার হওয়ার এখনই সময়। অভিনেত্রী তিশা (Nusrat Imrose Tisha) বলেছেন, বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা।
আরও পড়ুন: প্রতিবাদী সুর বাঁধলেন পল্লব কীর্তনিয়া
জানা যাচ্ছে, বাংলাদেশের নারীদের উপর প্রতিনিয়ত ঘরে-বাইরে যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রেডিও স্বাধীন। কপালের মাঝখান থেকে টিপ একটু সরিয়ে সেলফি তুলে #odddotselfie দিয়ে পোস্ট করার আহ্বান জানাচ্ছেন তাঁরা। তাঁদের ডাকে সাড়া দিয়েই প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেত্রী, সমাজকর্মী সহ আরও অনেকে।
আরও খবর দেখুন