ম্যাঞ্চেস্টার: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সাত নম্বর জার্সি| এই দুজন যে কখনও আলাদা হবে সেটা কল্পনাও করতে পারেন না কেউ| কিন্তু একটা জল্পনা চলছিল| শেষমেশ স্বস্তি| ১২ বছর পর প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে| আবারও সেই পুরনো ৭ নম্বর জার্সিতেই মাঠে নামতে চলেছেন তিনি|
জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর ফেরার পর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল| রোনাল্ডো কি ম্যাঞ্চেস্টারে সাত নম্বর জার্সি পরে নামতে পারবেন| নাকি মেসির মতো তাঁকেও অন্য জার্সি পরতে হবে|
ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ার পর থেকেই সাত নম্বর জার্সি পরে খেলেন এডিনসন কাভানি| তিনি কি সেই জার্সি ছাড়বেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে| হবে নাই বা কেন? পিএসজিতে মেসি গেলেও সেখানে নেমারের গায়েই যে রয়ে গেছে ১০ নম্বর জার্সি|
তবে রোনাল্ডো ভক্তদের জন্য স্বস্তির খবরই দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| যে ক্লাব থেকে ‘সি আর সেভেন’ হয়ে ওঠা, সেখানে ফিরেও সেই সাত নম্বর পড়েই নামবেন রোনাল্ডো|
??? it's official ?
7️⃣ @Cristiano#MUFC | #RonaldoReturns
— Manchester United (@ManUtd) September 2, 2021
এখন শুধু একটাই চিন্তা| ম্যান ইউয়ের জার্সিতে যত তাড়াতাড়ি সম্ভব রোনাল্ডোকে অভিষেক করাতে চাইছেন কর্তারা| সেজন্য কোয়ারেন্টাইন নিয়ম একটু শিথিল করার আবেদনও করেছিলেন তারা| কিন্তু তা নাকচ করে দিয়েছে ইংল্যান্ড সরকার|
কয়েকদিনের মধ্যে ম্যাঞ্চেস্টারে পৌঁছলেও,১৪ দিনের আগে মাঠে নামতে পারছেন না তিনি|