ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন শনিবারই| আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন| রবিবাসরীয় সকালে পরিবারের সঙ্গেই নিভৃতবাস কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| ম্যাঞ্চস্টারে পা রাখার পর প্রথম সূর্যের আলোই নাকি এখন সবচেয়ে বেশি উপভোগ করছেন সি আর সেভেন|
দীর্ঘ ১২ বছর পর ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটডে ফিরেছেন রোনাল্ডো| বহু জল্পনা, টানাপোড়নর পর অ্যালেক্স ফার্গুসনের ডাকে সারা দিয়েই তাঁর এই সিদ্ধান্ত| রেড ডেভিলসদের সঙ্গে দু বছরের চুক্তি হয়েছে তাঁর|
স্যার অ্যলেক্স ফার্গুসনের হাত ধরে এই ক্লাব থেকেই সি আর সেভেন হয়ে উঠেছিলেন তিনি| রোনাল্ডোর গায়ে উঠেছিল সাত নম্বর জার্সি| এবারও সেই সাত নম্বর জার্সি পরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে নামবেন তিনি|
কয়েকদিন আগেই তা ঘোষণা হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের তরফে| দেশের হয়ে বিশ্বকাপ প্রস্তুতি পর্বের ম্যাচ খেলে ম্যাঞ্চেস্টারে পৌঁছেও গিয়েছেন রোনাল্ডো| তবে সরকারের নিয়মে আপাতত কয়েকদিন আইসোলেশন থাকতে হবে সি আর সেভেনকে|
স্ত্রী, সন্তানদের নিয়ে রবিবারের ছুটি উপভোগ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| এখন তাঁর মাঠে নামার অপেক্ষায় সকল|