বিশ্বে মহিলাদের ক্রিকেটে এই প্রথমবার। ব্যক্তিগত উদ্যোগে, এবার বসতে চলেছে আন্তর্জাতিক পর্যায়ে, টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আর ভারতের এই ফরম্যাটের অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে একটি দলের নেতৃত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল পাকিস্তান
‘হংকং ফেয়ারব্রেক টি টোয়েন্টি আমন্ত্রণী টুর্নামেন্ট’ হবে আগামী বছর মে মাসে (১-১৫ মে) । ছয় দলের এই টুর্নামেন্টে, একটি দলের নেতৃত্ব দেবেন ভারতের অধিনায়িকা।
Really looking forward to the upcomings??? https://t.co/Tnl0z5TATQ
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) October 26, 2021
বিশ্বের সেরা ক্রিকেটারদের ছয়টি দলে ভাগ করে টুর্নামেন্টটি হবে। আয়োজক সংস্থাটি টুইটার বার্তায় হরমনপ্রীত কৌরকে একটি দলের নেতৃত্বে রাখার কথা ঘোষণা করেছে।
হরমনপ্রীত কৌর, ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়িকা।
সেই টুইটারের উত্তরে হরমনপ্রীত লিখেছেন:’অধীর আগ্রহে এই টুর্নামেন্টের জন্য অপেক্ষায় আছি’।
ছবি: সৌ-টুইটার