ইউরোপিয়ান দেশগুলিতে কোভাক্সিন টিকা নিয়ে পৌঁছলে ১০ দিনের কোয়ারান্টাইনে থাকাটা বাধ্যতামূলক। আর তাতেই জটিলতা বেড়ে গেছে দেশের মহিলা পয়লা নম্বর দাবাড়ু কোনেরু হাম্পিকে নিয়ে। ২৭ সেপ্টেম্বর থেকে স্পেনে ফিডে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। সর্ব ভারতীয় দাবা ফেডারেশন পড়েছে সমস্যায়। সংস্থার সচিব ভারত সিং চৌহান বলেছেন,‘হাম্পি কোভ্যাক্সিন টিকা নিয়েছে।ফলে তাকে ১০ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে।এই ইস্যুতে আয়োজক দেশের থেকে সঠিক গাইড লাইন চাওয়া হয়েছে’।
আরও পড়ুন: Covid-19: বিভিন্ন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে হকি অস্ট্রেলিয়া
ইউরোপিয়ান দেশগুলিতে কোভাক্সিন টিকা নয়, প্রাধান্য পাচ্ছে কোভিশিল্ড। হাম্পি নিজে এ্ই টিকা ইস্যুতে বেশ বেকায়দায়। তিনি মনে করছেন, স্পেনের বিমানবন্দরে পৌঁছলেই সমস্যায় পড়তে হতে পারে।
Learn from the Legend!
?: @amrutamokal pic.twitter.com/ZRI4FN3heB
— ChessBase India (@ChessbaseIndia) September 14, 2021
যদি হাম্পি এই মেগা ইভেন্টে যেতে না পারেন, তাহলে প্রস্তুত রাখা হয়েছে ম্যারি অ্যান গোমসকে। যদিও হাম্পির বদলি রূপে প্রথম পছন্দ ছিল-পদ্মিনী রাউত। কিন্তু তাঁরও একই সমস্যা। তিনিও নিয়েছেন কোভাক্সিন টিকা। সর্ব্ভারতীয় দাবা সংস্থা আগামী ২৪ ঘন্টার মধ্যে সব কিছু জানা যারে বলে আশাবাদী।
দলের অন্য সদস্যরা হলেন – ডি হরিকা, আর বৈশালী, তানিয়া সচদেব, ভক্তি কুলকার্নী। ১২ টি দেশকে দুটি গ্রুপে ভাগ করে রাখা হয়েছে। প্রথমে লিগ ভিত্তিক লড়াই হবে। তারপর প্রতি গ্রুপের শীর্ষে থাকা ৪টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। নক আউট লড়াইয়ে প্রতিটি ম্যাচ হবে দুই সেটের। চার বোর্ডের খেলা ছিল। দুই পক্ষের প্রতিটি প্লেয়ার পাবে ৪৫ মিনিট করে সময়। ফাইনাল-২ অক্টোবর।
ছবি:সৌ-টুই্টার