বিশ্ব হকি সংস্থার পরিচালনা্র অধিকাংশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে শুরু করেছে অস্ট্রেলিয়া।এবার এফআইএইচ (FIH) ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল। যুক্তি দেখানো হল, কোভিড-১৯ মহামারীর জন্য তাদের সরকারের সফর বিধিনিষেধে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এবার এই টুর্নামেন্ট বছর শেষে ভারতে হবে। ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের কোন শহরে বসবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। এবছর নভেম্বর-ডিসেম্বরে টুর্নামেন্টটি হবে।
আরও পড়ুন: পাকিস্তানের মাটিতে ‘হামলার’ আশঙ্কা, সিরিজ বাতিল করে দেশে ফিরছে নিউজিল্যান্ড
হকি অস্ট্রেলিয়া জানিয়েছে যে, এফআইএইচের(FIH)প্রো হকি লিগেও তারা এবার খেলছে না। খেলছে না নিউজিল্যান্ডও।বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘প্রো–লিগ অক্টোবরে শুরু। সিজন-থ্রি এই টুর্নামেন্টে খেলা যাচ্ছে না, দুই দেশের সফর সংক্রান্ত বিধি নিষেধের জন্য অংশ নেওয়া যাচ্ছে না।প্রো-লিগ কাউন্সিল এবং অংশগ্রহণকারী দেশগুলি একমত কোয়ারান্টাইনে না থেকে খেলা যায়না। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পক্ষেও বিনা কোয়ারান্টাইনে ভিন্ন দেশে খেলা সম্ভব নয়’।অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে প্রচন্ড কড়া কোভিড বিধি মানা হচ্ছে। সেখানে অন্য দলদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করাটাই সমস্যা।
হকি অস্ট্রেলিয়ার সিইও মাইকেল জনসন বলেছেন, কোভিডের বিপদ আর এই মুহূ্র্তের দেশের স্বাস্থ্যবিধি সতর্কতা হকি অস্ট্রেলিয়ার বিদেশ সফর সব বাতিল করতে হচ্ছে’।
ANNOUNCEMENT | The @Kookaburras and @Hockeyroos will not compete in the next edition of the #FIHProLeague.Hockey Australia has also confirmed non-attendance at various other @FIH_Hockey events over the coming months.Full story: https://t.co/6ajji1hA60 pic.twitter.com/ih70PthKVI
— Hockey Australia (@HockeyAustralia) September 17, 2021
শুধু ভারতের মাটিতে টুর্নামেন্ট বা প্রো-লিগ নয়, এই বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের জুনিয়র বিশ্বকাপ হকিতেও অংশ নেবে না অস্ট্রেলিয়া দল। এমনকি, ২০২২ সালে বেলজিয়ামের ইন্ডোর বিশ্বকাপ এবং যুক্তরাষ্ট্রে মাস্টার্স ইন্ডোর বিশ্বকাপেও পাঠানো হবে না।