স্বয়ং মেসি ভয়ে ভয়ে আছেন। বলেছিলেন তা। ব্রাজিল দলের ফুটবলাররা এক সময় বেঁকে বসেছিল। কারণ? করোনা ।
কলম্বিয়া সরে দাঁড়ায়। আর্জেন্টিনাও লক ডাউন চালু করায়, দায়িত্ব থেকে সরে যায়। আসরে নামে ব্রাজিল। কোপা আমেরিকা শুরু হয় ব্রাজিলে। বেশ দাপটের সঙ্গে ঘোষণা করা হয়েছিল, চলতি সময়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ স্পোর্টস ইভেন্ট নাকি হতে চলেছে কোপা আমেরিকা। কনমেবল কর্তৃপক্ষ ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের ঘোষণা করে এমনটাই বলেছিল। সেটা যে কত বড় ভুল ঘোষণা ছিল, তা প্রতিদিনে টের পাওয়া যাচ্ছে ।
এবারের টুর্নামেন্টে খেলা দলগুলোর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা নিত্য নতুন বেড়েই চলছে। ভেনিজুয়েলা, কলম্বিয়া ও বলিভিয়ার পর এবার ভাইরাস নাকি হানা দিয়েছে পেরু ও চিলি শিবিরে । তবে চিলি কোচ মার্টিন লাসার্তকে বলতে শোনা গেছে, ফুটবলাররা ভুল করেছেন।
বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্তিন্স, অস্কার রিবেরা ও জাউমে কুইয়া করোনা আক্রান্ত হন। চিলির শিবির টেস্টের পর রেজাল্ট পজিটিভ হওয়ার খবর মিলছে । এর আগে খেলোয়াড়, অফিসিয়ালস ও হোটেল কর্মকর্তা মিলে কোপা আমেরিকার সঙ্গে যুক্ত মোট ৫২ জনের শরীরে ভাইরাসটির হদিশ পাওয়া গিয়েছিল। বর্তমানে সংখ্যাটা বেড়ে ৬৫।
মাঠে কি তাই তেমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কমে যাচ্ছে!
ছবি:সৌ-টুইটার