বিশ্বকাপ ফাইনালে ভারতের হার দেখে উচ্ছ্বসিত হয়েছিল ওপার বাংলার একাংশ। সোশাল মিডিয়ায় তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এই নিয়ে মুখ খুলে বিতর্কেও জড়িয়ে ছিলেন চঞ্চল। সেই বিতর্কের মাঝেই কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার জনপ্রিয় গান “গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা- মেঘনা-যমুনা” শোনা গেল চঞ্চলের কণ্ঠে। চঞ্চলের মুখে এই গান শুনে আপ্লুত হাসিনা।
আরও পড়ুন: শাহরুখকে দেখে একি কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী!
সম্প্রতি চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার সামনেই তিনি গান গাইছেন গঙ্গা আমার মা…। আর সেই গান শুনে প্রশংসায় পঞ্চমুখ হাসিনা।
দেখুন আরও খবর: