পিএসজিতে এক মাস হয়ে গেছে লিওনেল মেসির। কিন্তু দলের জার্সিতে মাঠে ছিলেন মাত্র ২৪ মিনিট। রেইমসের বিপক্ষে পরিবর্ত ফুটবলার হয়ে নেমেছিলেন। সেদিন তিনি ছিলেন সাদামাটা মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নয়া অভিযান শুরু হচ্ছে আজ,বুধবার।
আরও পড়ুন: ঘরের মাঠে নিজের গোটা পরিবার, আবারও মেসির চোখে জল
চ্যাম্পিয়নস লিগ খেতাব জিততেই তাঁকে দলে নিয়েছে পিএসজি। সেই লড়াইয়ের আজ প্রথম প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। ভারতীয় সময় বুধবার মাঝরাত একটায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামছে পিএসজি।
https://twitter.com/neymarsilvas10/status/1438045143756640257?s=19
এই ম্যাচে অভিষেক হতে পারে মেসি, নেইমার, এমবাপ্পের বিখ্যাত সেই ত্রিশূল ‘এমএনএম’ (MNM)-এর। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে দেশের হয়ে বলিভিয়ার বিপক্ষে খেলতে নেমে হ্যাটট্রিক করে, মেসি হয়েছেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। বার্সার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই সুপার স্টার সেরা বাজি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর।
পি এস জি’র কোচ তো বলেই বসেছেন,‘আমি ভাবতেই পারিনি মেসি আসবে পিএসজিতে। আশা করছি,দুজন মিলে পূরণ করতে পারব পিএসজির স্বপ্ন।’এসব শুনলেই বোঝা যায়, মেসি ম্যাজিকে কতটা ভরসা করেন কোচ।
দুই বছর আগে ব্রুজের বিপক্ষে শেষবারের সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকের দাপটে ৫-০ গোলে জিতেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটি এবারই ছাড়তে চাইলেও, চুক্তি ভেঙ্গে বেড়িয়ে যাননি। আর এমবাপ্পের সেই ছন্দ আজকের ম্যাচে তো চাইবেন পচেত্তিনো।
এই দুই তারকার সঙ্গে নেমার! মাঠে প্রতিপক্ষ কাকে ছেড়ে কাকে – কিভাবে রোখে তাই দেখতে মুখিয়ে রয়েছে, গোটা ফুটবল বিশ্ব। আগের ম্যাচে নেমার প্রথম একাদশে ছিলেন। কোচ তাঁকে তুলে নিয়ে নামিয়েছিলেন মেসিকে। তাই ‘ত্রয়ী’র ম্যাজিক দেখা যায়নি সেই ম্যাচে।
** ম্যাচটি সরাসরি দেখা যাবে – সোনি টেন থ্রিতে , রাত একটায়।
ছবি: সৌ – টুইটার