নয়াদিল্লি: সিনেমা থেকে সিরিজ, বর্তমান সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম একাধিক ওটিটি প্ল্যাটফর্ম (OTT)। সেইসব ওটিটি মাধ্যমের মধ্যেই নিষিদ্ধ হল ১৮টি ওটিটি মাধ্যম (18 OTT Platform Banned)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, পুরো দেশে ওটিটি প্ল্যাটফর্ম এর মোট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও ব্লক করা হয়েছে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২২)
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Union Ministry of Information and Broadcasting) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সমস্ত মাধ্যমগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলোতে অশ্লীল কনটেন্ট প্রদর্শিত হত। সেখানে নারীর প্রতি অসম্মান প্রদর্শিত হয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মগুলিতে ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও যৌনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে মোট ১২টি ফেসবুক, ১৭টি ইনস্টাগ্রাম, ১২টি ইউটিউব এবং ১৬টি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় করা হয়েছে।
কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ হল:
আরও পড়ুন: বাংলাদেশের পরীমণি এবার টলিপাড়ার লাবণ্য
ডিজিটাল মাধ্যমে (Digital Media) বিষয়বস্তুর শালীনতা নিয়ন্ত্রণ এবং বৈধতার মান বজায় রাখার জন্য সরকারের এই পদক্ষেপ বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, ২০২৩ সালের ২০ জুন তারিখে ভারত সরকার নেটফ্লিক্স, ডিজনি এবং অন্যান্য স্ট্রিমিং মাধ্যমগুলিকে অনলাইনে কোনও কন্টেন্ট স্ট্রিমিং করানোর আগে, সেগুলির অশ্লীলতা এবং সহিংসতা সংক্রান্ত্র বিষয়বস্তুকে পর্যালোচনা করতে বলেছিল। বেশ কয়েকবার সতর্ক করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বারণ করা সত্ত্বেও অত্যাধিক পরিমাণে অশ্লীল বিষয়বস্তু দেখানোর জেরেই নিষিদ্ধ হল ওটিটি মাধ্যমগুলি।
আরও খবর দেখুন