দুবাই: যোগ্য নেতাই তফাত গড় দেবে ভারত-পাকিস্তান ম্যাচে| বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে এমনটাই দাবী বাবর আজমদের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেনের| বিরাট নাকি বাবর কে সঠিক নতৃত্ব দেবেন সেদিকে তাকিয়ে অজি কিংবদন্তীও|
২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে| এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সের থেকেও বড় চাপ সামলে এগিয়ে যাওয়া|
একদিকে রয়েছেন বিরাট কোহলি| অন্যদিকে বাবর আজম| পাকিস্তান শিবিরের তরফে বাকযুদ্ধটা অবশ্য বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে| যদিও ভারতীয় এবার মুখ বন্ধের স্ট্র্যাটজিতে অটল|
ক্রিকেট বিশ্বের চোখ এখন এই ম্যাচের দিকে| তারই আগে হেডেনের মন্তব্য যে ভারত-পাক লড়াইয়ে অন্য মাত্রা এনে দিয়েছে তা বেশ স্পষ্ট| ক্রিকেটের বাইশগজ ভারত-পাক প্রতিদ্বন্দ্বীতা বহুবার দেখেছেন তিনি| সেই অভিজ্ঞতা থেকেই হেডেনের এমন ভাবনা|
তাই তো ম্যাচের ৪৮ ঘন্টা বারবারই যোগ্য নেতৃত্বের কথা উঠে আসছে ম্যাথু হেডেনের গলায়| তাঁর মতে ভারত-পাক ম্যাচের লড়াই হাড্ডহাড্ডি হবে| খুব কম রান কিংবা উইকটেই হয়ত জিতবে যে কোনও এক দল| তবে আসল জায়গা হবে যোগ্য অধিনায়কত্ব| সে নেতা চাপের মুখে দলের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, তাঁর দলেরই সাফল্য আসবে|
এই প্রসঙ্গ বোঝাতে গিয়ে হেডেনের মুখে উঠে এসেছে ধোনি এবং ইয়ন মর্গ্যানের কথা| দুই অধিনায়কই বিশ্বকাপ জিতেছে| কিন্তু বিশ্বকাপের মঞ্চে দুজনেরই ব্যক্তিগত পারফরম্যান্স তেমন দেখা যায়নি| কিন্তু দলকে তারা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন| আর তাতেই বিশ্ব জয়ের সাফল্য এসেছিল ধোনি, মর্গ্যানের হাত ধরে|
ভারত পাাকিস্তান ম্যাচে বিরাট নাকি বাবর কে সঠিক নেতৃত্ব দেন সেটাই এখন দেখার|