স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতে এক সপ্তাহের বেশি বন্ধ ছিল আইপিএল (IPL 2025)। শনিবার সংশোধিত সূচি নিয়ে ফের শুরু হবে খেলা। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হওয়ায় এবার ফাইনাল হওয়ার কথা ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু খেলা পিছিয়ে যাওয়ায় তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ফাইনাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi) নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। এদিকে সিএবি চাইছে যে (CAB) ফাইনাল ইডেনেই হোক।
ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার কারণ নাকি আবহাওয়া। বিসিসিআই (BCCI) মনে করছে, ৩ জুনের ফাইনাল বৃষ্টিবিঘ্নিত হতে পারে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাসে বৃষ্টির কথা বলা নেই। সিএবি আবহাওয়া দফতরের বিস্তারিত রিপোর্ট বিসিসিআইয়ের দফতরে জমা দিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে এবার থেকে গম্ভীর-যুগ!
প্রথমে আবহাওয়া দফতরের দ্বারস্থ হয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তারা জানিয়ে দিয়েছে, এখনই এমন পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ৩ জুন বৃষ্টি হবে কি হবে না তা অনুমান করা সম্ভব ২৫ মে বা তারপরে। এই রিপোর্টই বিসিসিআইকে দিয়েছে সিএবি এবং জানিয়েছে, এখনই বৃষ্টির কথা ভেবে ভেন্যু সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। সিএবি-র এক সূত্র জানিয়েছে, তারা ফাইনাল আয়োজনের ব্যাপারে আশাবাদী।
কিন্তু যদি শেষ পর্যন্ত আইপিএল ফাইনাল ইডেন থেকে সরে যায়? শোনা যাচ্ছে, সেরকম হলে ক্ষতিপূরণ হিসেবে ২০২৬ টি২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব পাবে ইডেন। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল ইডেনেই। প্রসঙ্গত, ২০২৬ টি২০ বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।
দেখুন অন্য খবর: