৭৪ বছর পর প্রিমিয়ার লিগের মঞ্চে| শুরুতেই চমক ব্রেন্টফোর্ডের| প্রিমিয়ার লিগের অভিষেকেই আর্সেনালকে হারিয়ে দিল তারা| ২-০ গোলে জিতল ব্রেন্টফোর্ড| আর তাতেই খানিকটা বেসামাল আর্সেনাল|
১৯৪৭ সালে শেষবার সাক্ষাত হয়েছিল দুই দলের| সেবার অবশ্য ১-০ গোলে ম্যাচ জিতেছিল আর্সেনাল| আর সেবারই প্রিমিয়ার লিগে শেষবার দেখা গিয়েছিল ব্রেন্টফোর্ডকে| এরপরই রেলিগেশনের আওতায় পড়ে যায় তারা|
যে খরা কাটিয়ে উঠতে লাগল প্রায় ৭৪ টা বছর| শুক্রবার ভারতীয় সময় মাঝরাতে আর্সেনালের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নেমেছিল ব্রেন্টফোর্ড| অওবামেইয়াং এবং লেকাজেত্তিহীন আর্সেনালের বিরুদ্ধে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে শুরু করেছিল ব্রেন্টফোর্ড|
ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল| গানার্সরা সুযোগ পেলেও, তা অবশ্য কাজে লাগাতে পারেনি| বিরতির পরও সুযোগের অপেক্ষায় ছিল ব্রেন্টফোর্ড ফুটবলাররা| ৭৩ মিনিটে ক্রিশ্চিয়ান নরগার্ডের গোলে জয় নিশ্চিত করে ফেলে ব্রেন্টফোর্ড|
ধারেভারে এগিয়ে থেকেও নেমেও, তিন পয়েন্ট হাতছাড়া করেই মাঠ ছাড়তে হয় গানার্সদের|