ব্রাজিলে ফুটবলই ধর্ম| ফুটবলই ধ্যান, জ্ঞান ব্রাজিলে| ব্রাজিল মানেই মারাকানা বিচ, সাম্বা নাচ, পাব বা রেস্তোঁরায় পান-আহারের সঙ্গে ফুটবল ঈশ্বরের সাধনা| অতিমারি সেই সাধনাতেই এনেছে ভাটার টান|
দর্শক শূন্য গ্যালারিতে হচ্ছে কোপা| অভিমানি প্রতিবাদে যে ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছেন ব্রাজিলের সমর্থকরা|
আর্জেন্তিনা, কলম্বিয়াতে কোপার ম্যাচ হওয়ার কথা ছিল| কিন্তু সেই ম্যাচও সরিয়ে আনা হয়েছে ব্রাজিলে| অতিমারির মাঝে কোপা আয়োজন করার জন্য তো বটেই, এই ম্যাচ ব্রাজিলে সরিয়ে আনাটা মেনে নিতে পারেননি দেশীয় সমর্থকরা|
ফুটবলের জন্মলগ্ন থেকে যে দৃশ্য দেখা যায়নি, তা এবার হয়েছে ব্রাজিলে| দর্শক শূন্য স্টেডিয়ামে খেলে চলেছেন নেমাররা|
দেশের সবথেকে জনপ্রিয় স্পোর্টস চ্যানেলেও কোপার ম্যাচ দেখাচ্ছে না বরং সেখানে চলছে ইউরো কাপের খেলা| পাব, রেস্তোঁরায় রয়েছে নিয়ন্ত্রন|
অভিমানি ব্রাজিল সমর্থকদের মুখে শোনাযাচ্ছে, ব্রাজিল ফাইনালে উঠেছে তা সংবাদ মাধ্যমের খবরে তাঁরা জানতে পেরেছেন| মাঠে গিয়ে খেলা দেখার কোনও উপায় নেই| অবিশ্বাস্য হলেও সত্যি, ব্রাজিল-আর্জেন্তিনা ফাইনাল হলে, তবেই নাকি তাঁরা ম্যাচ দেখতে পারেন|
ভিতরের তীব্র যন্ত্রনা থেকেই কোপা ছে়ড়ে এবার ইউরো কাপের ম্যাচে নজর রাখছেন ব্রাজিলীয়রা|