সাও পাওলো: নিয়ম ভঙ্গের অভিযোগ| ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ বাতিল হয়ে গেল| আন্তর্জাতিক ফুটবলে নজির বিহীন ঘটনা|
নিয়ম অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা কোনও ফুটবলার ব্রাজিলে খেলতে এলে ১৪ দিনের নিভৃতবাস বাধ্যতামূলক| নিভৃতবাসের নিয়ম মানেননি বলে স্বাস্থ্য আধিকারিকদের অভিযোগ আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লো কেলসো এবং বুয়েনডিয়ারের বিরুদ্ধে|
ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকরা পুলিশ নিয়ে মাঠে ঢোকেন এবং রেফারিকে বলেন এই চার ফুটবলারকে মাঠের বাইরেই বের করে দেওয়া হোক নতুবা দেশে ফেরত পাঠিয়ে দিতে|
PAPELÓN HISTÓRICO: autoridades sanitarias locales suspenden el partido. ¡LOS JUGADORES SE VAN AL VESTUARIO! #EliminatoriasEnTyCSports. pic.twitter.com/1g4AXF2C38
— TyC Sports (@TyCSports) September 5, 2021
আর্জেন্টিনা দল তিনদিন সাও পাওলোয় থাকার পর ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল| ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকরা অভিযোগ জানানোর পর আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এমনকি প্রকেশ্যে তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়|
সৌ: ট্যুইটার
এরপরই মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান মেসিরা| নেমাররা তখনও মাঠ ছাড়েননি| এরপরই ম্যাচ বাতিল ঘোষণা করে দেন রেফারি| ম্যাচে কারা পয়েন্ট পাবে তার ভাগ্য নির্ভর করছে ম্যাচ রেফারি ও কমিশনারের রিপোর্টের ওপর|
যে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি| তবে নজির বিহীন এই ঘটনায় বিষ্মিত গোটা ফুটবল বিশ্ব|