রুপো জিতেছেন| প্যারালিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করেছেন| তবুও পুরোপুরি খুশি হতে পারছেন না| ফাইনালের প্রবল চাপ নিত পারেননি ভাবীনাবেন| তাতেই হাতছাড়া সোনা| ম্যাচের পর স্বীকার করে নিলেন ভাবীনাবেন|
বিশ্বের শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে ফাইনালে নেমেছিলেন তিনি| স্ট্রেট গেমে হেরেছেন ভাবীনাবেন| প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান তারকা হিসাবে টেবিল টেনিসে রুপো জিতে ইতিহাস তৈরি করেছেন|
তবুও বারবারই হতাশার কথা ভাবীনাবেনের মুখে| ম্যাচ শেষে তিনি বলেই ফেলেন, ‘ম্যাচের আগে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম| কিন্তু ম্যাচ শুরুর পর থেকেই যেন চাপ বাড়তে থাকে| সঠিকভাবে সবকিছু করত পারিনি| একশো শতাংস দিতে চাইলেও শেষপর্যন্ত পারিনি| রুপো জয়ের আনন্দ থাকলেও, সোনা হাতছাড়ার আফসোসটাও কাটছে না’|
যদিও গোটা দেশের কাছে গুজরাতের ভাবীনাবেন এখন রোল মডেল| শারীরিক ভাবে পিছিয়ে থাকলেও, সমস্তকিছুকে পিছনে ফেলে প্যারালিম্পিক্সের মঞ্চে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন| প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে পদক পেয়েছেন| দ্বিতীয় মহিলা অ্যাথলিট|
তাঁর দেশে ফেরার অপেক্ষায় এখন সকলে| যদিও পদক জয়ের পর থেকেই শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে| উপহারে হাত ভর্তি হতে শুরু করছে| ইতিমধ্যেই ভাবীনাবেনকে তিন কোটি টাকা দেওয়ার কথা কথা ঘোষণা করেছে গুজরাত সরকার|